Home » Featured » বরিস জনসন ৫ হাজার পাউন্ডের কলাম লেখার আয় ছেড়ে দিলেন

বরিস জনসন ৫ হাজার পাউন্ডের কলাম লেখার আয় ছেড়ে দিলেন

সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন থেকে

 

Boris Johnson

বরিস জনসন এক সময় সাংবাদিকতার সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। টেলিগ্রাফে তিনি নিয়মিত কলাম লিখতেন। বিগত মেয়র নির্বাচনের আগ পর্যন্ত তিনি ২০ বছর পর্যন্ত এই টেলিগ্রাফে কাজ করেছেন। মেয়র নির্বাচনের সময় ২৫০,০০০ পাউন্ড এক বছরে কলাম লিখে টেলিগ্রাফ থেকে আয় নিয়ে চতুর্দিকে শরগোল উঠেছিলো।

বরিস জনসনের কলাম ও সাংবাদিকতা নিয়ে এই ২০১৬ সালে আবারো তিনি শিরোনাম হলেন। তিনি এখনো নিয়মিত টেলিগ্রাফে কলাম লিখে থাকেন। এই কলাম লেখা থেকে বরিস জনসন প্রায় প্রত্যেক সপ্তাহে নিয়মিত টেলিগ্রাফ থেকে ৫ হাজার ১ শত ২৮ পাউন্ড আয় করে থাকেন। এভাবে তিনি গত চার বছরে ১ মিলিয়ন আয় করেছেন। যা এভারেজ প্রতি শব্দ প্রতি তিনি পাচ পাউন্ড করে আয় করেছেন।

কিন্তু ব্রিটিশ ফরেন সেক্রেটারি নিয়োগ হওয়ার পরে বরিস জনসন টেলিগ্রাফে কলাম লেখা বাবত এই ৫ হাজার পাউন্ডের সাপ্তাহিক আয় তিনি বাদ দিয়েছেন।

একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি ছেড়ে দিয়েছেন এই কারণে যে, সেক্রেটারি নিযুক্ত হওয়ার পরে এভাবে কলাম লিখে আয় যথোপযুক্ত বা সঠিক হবেনা বলেই তিনি ছেড়ে দিয়েছেন।

তবে জনসন প্রতি বছর টেলিগ্রাফের আয় থেকে ৫০ হাজার পাউন্ড চ্যারিটিতে দান করেন।

 

 

গত চার বছরে তার বুক রয়্যালটি হলো ৪৬৯ হাজার পাউন্ড ।

£5,128
Johnson’s earning per column in 14/15
£5
Johnson’s average earnings per word for the column
£987k
Johnson’s earnings for The Daily Telegraph over four years
£469k
Johnson’s book royalties over four years
£50k
Johnson’s donation to charity per year from his Telegraph fee (2009)

 

salim932@googlemail.com
১৮ জুলাই ২০১৬ ।

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!