Home » বাংলাদেশ নিউজ » পররাষ্ট্রমন্ত্রী ডঃ আব্দুল মোমেন সেলিম`র নির্বাচিত কলাম গ্রহণ করলেন শাহ কামালের হাত থেকে

পররাষ্ট্রমন্ত্রী ডঃ আব্দুল মোমেন সেলিম`র নির্বাচিত কলাম গ্রহণ করলেন শাহ কামালের হাত থেকে

পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সিলেটের হাফিজ কমপ্লেক্সে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী সৈয়দ শাহ কামাল চৌধুরী সৈয়দ শাহ সেলিম আহমেদ লিখিত দ্বিতীয় গ্রন্থ নির্বাচিত কলাম(প্রথম খন্ড)  পররাষ্ট্রমন্ত্রী ডঃ আব্দুল মোমেনকে প্রদান করেন। এসময় সিলেটের সাগর দিঘির পারের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ সাফওয়ান হোসেইন সঙ্গে ছিলেন।

আমি অত্যন্ত আনন্দিত, পবিত্র ঈদের দিন সন্ধ্যায় সিলেটের হাফিজ কমপ্লেক্সে আমার মামা সৈয়দ শাহ কামাল চৌধুরী, ভাগিনা(বড় বোন সৈয়দা সেলিনা খাতুনের ছেলে) সৈয়দ সাফওয়ান হোসেন যৌথভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ আবদুল মোমেনের হাতে আমার লেখা দ্বিতীয় বই নির্বাচিত কলাম(প্রথম খন্ড) দিয়েছেন।

এ সময় মাননীয় মন্ত্রী নির্বাচিত কলাম বই বেশ যত্ন সহকারে খুলে পড়েন এবং বেশ কিছু মন্তব্যও করেন।

আমি মাননীয় মন্ত্রী ডঃ আব্দুল মোমেন, মামা সৈয়দ শাহ কামাল চৌধুরী, ভাগিনা সৈয়দ সাফওয়ান হোসেন সহ উপস্থিত সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ঈদের দিনে সুন্দর সংবাদের জন্য আল্লাহর শোকরিয়া আদায় করছি।

 

Alhamdulillah, It’s my great privilege to hear that my second book nirbachito kolam was handed over to the honourable Foreign Minister, renowned Diplomat, Economist Professor Dr Abdul Momen, this evening in Sylhet, by my Uncle Syed Shah Kamal Chowdhury and Bhagina Syed Safwan Hussain. My sincere gratitude and salute to them. It is noted that Honourable Foreign Minister Dr Abdul Momen was happily received the book from them.

Please follow and like us:
Pin Share

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!