Home » লন্ডন নিউজ » এনার্জি প্রাইস ও এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সী সার্ভিসের সেবা হ্রাসের বিরুদ্ধে হারিয়েট হারম্যানের নেতৃত্বে লেবার দলের ক্যাম্পেইন

এনার্জি প্রাইস ও এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সী সার্ভিসের সেবা হ্রাসের বিরুদ্ধে হারিয়েট হারম্যানের নেতৃত্বে লেবার দলের ক্যাম্পেইন

সৈয়দ শাহ সেলিম আহমেদ

 

আজ ৯ নভেম্বর গুড়ি গুড়ি বৃষ্টি ও বৈরী ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে লন্ডনের চিজউইক হাই রোডে এনার্জি প্রাইস রিডুস, এনএইচএস-এর এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সী সার্ভিস চ্যারিঙ্গক্রস সহ গোটা লন্ডনে ক্রমান্বয়ে কমিয়ে বা হ্রাসের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে জরুরী এই সব সার্ভিস সমূহ অব্যাহত ও আরো উন্নত ও এফিশিয়েন্ট করার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হানসলো লেবার অর্গানাইজেশনের উদ্যোগে চিজউইক হাই রোডের এই ক্যাম্পেইন উপস্থিত ছিলেন জেইমস সূইডহার্স্ট ,এমপি ও লেবার দলের ডেপুটি লিডার হারিয়েট হারম্যান এমপি, ব্রেন্টফোর্ড-আইজল ওয়ার্থের লেবার দলীয় এমপি পদপ্রার্থী রূথ ক্যাডব্যারী, চিজ উইক রিভারসাইড থেকে কাউন্সিলর পদপ্রার্থী, জিবিনিউজ টুয়েন্টিফোর ডট কমের চেয়ারম্যান, চীফএডিটর রাকিব রুহেল, ট্রানহ্যাম গ্রিন এর কাউন্সিলর কেনডিডেট ডেইভ ম্যাকলাফলিন, লেবারদলীয় মেম্বার ষ্টেফানী ল্যাং সহ আরো অনেকে।

 

উল্লেখ্য বর্তমানে ব্রিটিশ গ্যাস সহ আরো কয়েকটি সংস্থা তাদের এনার্জি প্রাইস বৃদ্ধির ফলে জনজীবনে এর বিরাট প্রভাবের কথা চিন্তা করে লেবার দলীয় এই টিম আজ থেকে এনার্জি প্রাইস সহনীয় ও কমিয়ে নিয়ে আসার লক্ষ্যে ক্যাম্পেইন শুরু করেছে।এদিকে সরকারের কাট-নীতির বদৌলতে এনএইচএস সেবার জরুরী সেবাখাত সমূহ কমিয়ে দেয়ার প্রেক্ষিতে ভুক্তভোগী ও জনগণের স্বাস্থ্যসেবার মানের আরো উন্নতি ও জরুরী সার্ভিস সমূহ অব্যাহত ও উন্নত সেবার লক্ষ্যে লেবারদলীয় এই ক্যাম্পেইন পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন জিবিনিউজের  চীফ

এডিটর রাকিব রুহেল।

Created : 10 November 2013 Sunday, 12:19 am & Last Modified: 10 November 2013 Sunday, 12:19 am

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!