Home » লন্ডন নিউজ » বাজেট ২০১৬- নিউ জেনারেশন ফার্স্ট, আইসা আর সারপ্রাইজ সফট ড্রিংক্স সুগার ট্যাক্স

বাজেট ২০১৬- নিউ জেনারেশন ফার্স্ট, আইসা আর সারপ্রাইজ সফট ড্রিংক্স সুগার ট্যাক্স

90

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ

চ্যান্সেলর জর্জ ওসবর্ণ অস্টমবারের মতো তার বাজেট পেশ করেছেন হাউস অব পার্লামেন্টে। এবারের বাজেটে বেশ কিছু নতুন নতুন মেজারম্যান্ট যেমন রয়েছে, তেমনি চ্যান্সেলর তার বাজেটের ৯,২২৩টি শব্দ তরুন প্রজন্মের দিকে ফোকাস করে বাজেট পেশ করেছেন। বাজেটে যেমন তিনি ইউরোপীয় ইউনিয়নের বেনিফিট এর প্রতি এটেনশন আনয়ন করেছেন, তেমনি ট্যাক্স এভয়ডেন্সের প্রতি ক্ল্যাম্পিং, আইসা সুবিধা আর পার্সোনাল  থ্রিশোল্ড, সেই সাথে শিক্ষার প্রতি নতুন অঙ্গিকার আর আন্ডার ১৮ পর্যন্ত ম্যাথ সকলের জন্য করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

 

চ্যান্সেলর তার বাজেট  বক্তব্যে যে ফোকাস করেছেন, বেশী জোর দিয়েছেন আর তাহলো, তিনি বলেছেন, আমার বাজেটে তরুণ প্রজন্ম ফার্স্ট ।

এক নজরে চ্যান্সেলরের বাজেটঃ

Soft drinks and sugar cubes০১) পিউর ফ্রুট জুস ও মিল্ক বেইস জুস বাদে বাকি সকল সফট ড্রিংকসে নতুন সুগার ট্যাক্স আরোপ- যাতে দুই বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে চালু হবে। এতে বছরে ৫২০ মিলিয়ন সেভিংস দ্বিগুণ করে স্কুলের স্পোর্টস ও আর্টসে বিনিয়োগ করা

০২) ইংল্যান্ডের সকল সেকেন্ডারি স্কুলে স্পোর্টস এন্ড আর্টস  ফান্ডিং এর জন্য এই নতুন বিড চালু

০৩) ২০২২ সালের মধ্যে ইংল্যান্ডের সকল স্কুল একাডেমিতে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা

০৪) ১৮ বছরের সকল ছাত্র ছাত্রীদের জন্য ম্যাথ শিক্ষা বাধ্যতামূলক

০৫) ইংল্যান্ডের স্কুলগুলোর জন্য ফেয়ার ফান্ডিং ফর্মুলার অধীনে ৫০০ মিলিয়ন পাউন্ড এর প্ল্যান

০৬) ম্যানচেস্টার, শেফিল্ড, বার্মিংহাম, সাউথাম্পটন-এ  লিবর ফান্ড চিল্ড্রেন্স হাসপাতালে বিনিয়োগ প্ল্যান

Building site in central London০৭) পরবর্তী ৫ বছরের জন্য গ্রোথ ফোরকাস্ট পরিকল্পনা প্রদান-

০৮) নভেম্বর-অটামনে ২.৪% ডাউন হয়ে গ্রোথ ফোর কাস্ট ২% ২০১৬তে

০৯)  জিডিপি গ্রোথ ফোরকাস্ট ২০১৭তে ২.২%, ২০১৮তে ২.১%

১০) ২০২০ সালের মধ্যে মিলিয়ন জব ক্রিয়েট

১১) ইনফ্লেশন ০.৭% থেকে বৃদ্ধি পেয়ে আগামী বছর ১.৬%

Pound coins and notes১২) ২০১৫-২০১৬তে ডেবট বরয়িং হবে ৯বিলিয়ন(ক্যাশ টার্মে)

১৩) বার্ষিক বরয়িং হবে ২০১৫-১৬তে ৭২.২ বিলিয়ন, যা ১.৩ বিলিয়ন গত ফোরকাস্টের চেয়ে কম

১৪) ২০২০ সালের মধ্যে জিডিপিতে স্পেন্ডিং হবে ৩৬.৯%

Pay slip১৫) পার্সোনাল থ্রিশোল্ড ৪০% ট্যাক্স ৪২,৩৮৫ পাউন্ড থেকে ৪৫,০০০ পাউন্ড হবে এপ্রিল ২০১৭তে

১৬) এপ্রিল ২০১৭ থেকে ট্যাক্স ফ্রি এলাউন্স বৃদ্ধি পেয়ে হবে ১১,৫০০ পাউন্ড

১৭) ক্যাপিটাল গেইন ট্যাক্স কাট করে হবে ২৮% থেকে ২০% আর ট্যাক্সপেয়ার বেসিক রেইট ১৮% থেকে কাট করে ১০%

১৮) ইনস্যুরেন্স প্রিমিয়াম ট্যাক্স বৃদ্ধি পেয়ে হবে ০.৫%

১৯) ক্লাস টু ন্যাশনাল ইনস্যুরেন্স কন্ট্রিবিউশন বাতিল। সরকার বলছে ২০১৮ সাল থেকে থ্রি মিলিয়ন সেলফ এমপ্লয়িড পিপলকে ১৩০ পাউন্ড এর উপরে ট্যাক্স কাট

Man filling up his car at petrol station in West Lothian২০) ছয় বছরের মধ্যে আবারো প্রতি লিটারে ৫৭.৯৫পি ফুয়েল ডিউটি ফ্রোজেন

২১) বিয়ার, সাইডার, স্প্রিট ডিউটি ফ্রোজেন

২২) টোব্যাকো ডিউটি ইনফ্লেশন ২% এর উপর বৃদ্ধি

Twenty pound notes in a piggy bank২৩) নতুন লাইফ টাইম আইসা-আন্ডার ৪০ এর জন্য, অর্থাৎ প্রতি ১পাউন্ড সেভিংস এর বিপরীতে সরকার ৪ পাউন্ড সেভিংস দিবে

২৪) বয়স ৫০ হওয়ার আগ পর্যন্ত জনগন বছরে ৪,০০০ পাউন্ড সেভ করতে পারবে

২৫) আগামী চার বছরে ১,২০০ পাউন্ড পর্যন্ত নতুন সরকারি সাপোর্টের ভিতিতে স্বল্প বা নিম্ন আয়ের জনগন সেভিং করার সুযোগ

২৬) ২০১০ সাল থেকে চলে আসা দ্য মানি সার্ভিস এডভাইস বাতিল

North Sea oil rig২৭) ২০২০ সালের মধ্যে কর্পোরেশন ট্যাক্স ২০% থেকে কমিয়ে ১৭%

২৮) স্মল বিজনেস ট্যাক্স রিলিফ বার্ষিক থ্রিশোল্ড ৬,০০০ থেকে বৃদ্ধি করে ১৫,০০০

২৯) সাপ্লিমেন্টারি ওয়েল গ্যাস প্রডিসরদের জন অর্ধেক তথা ২০% থেকে ১০%

৩০) কমার্শিয়াল ষ্ট্যাম্প ডিউটি ১৫০,০০০ পর্যন্ত ০%, পরবর্তী ১০০,০০০এ ২%, ৫% এভাব ২৫০,০০০,

Severn Road Bridge৩১) নিউ রেল লাইন, ক্রস রেইল টু লন্ডন আর এইচএস্টথ্রি লিংক ম্যানচেস্টার ও লিডসের মধ্যে

৩২) নর্থ অব ইংল্যান্ড এবং এম৬২তে সড়ক উন্নয়নে ২৩০ মিলিয়ন

৩৩) ৭০০ মিলিয়ন ফ্ল্যাড ডিফেন্স- ইয়র্ক, লিডস, সেডার ভ্যালি, কার্লাইল, কাম্ব্রিয়াতে

৩৪) সাউথ ইংল্যান্ডের সিটি এবং টাউনে নতুন ইলেক্টেড মেয়র

৩৫) মার্সসাইডের নর্থ থিয়েটারে নিউ শেক্সপিয়র

 

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!