Home » ফটো গ্যালারী » কিংক্রস ষ্টেশনে জোর করে মাইগ্রেন্টদের প্রবেশ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ

কিংক্রস ষ্টেশনে জোর করে মাইগ্রেন্টদের প্রবেশ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ

373

সৈয়দ শাহ সেলিম আহমেদ-  আজ সন্ধ্যা ৬টার দিকে ব্রিটেনের ট্রেন ষ্টেশন জংশন- কিংক্রস ষ্টেশনের ইউরোষ্টার- এ  একদল মাইগ্রেন্ট- প্রায় ১৫০ জনের মতো রিফিউজিদের পক্ষে প্রতিবাদকারিরা জোর করে প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করলে ব্রিটিশ রেলওয়ে পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের যৌথ সহায়তায় তাদেরকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হয়নি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও জোরাজুরির ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মাইগ্রেন্টদের পক্ষের প্রতিবাদকারিরা পুলিশের প্রতি ঢিল, স্মোক বিস্ফোরক ইত্যাদি ছুড়ে মারেন।

মেট্রোপলিটন পলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে ১৫০ জনের মতো প্রতিবাদকারি ক্রিংক্রস ষ্টেশনে ডেমোনাস্ট্রেশনে এলে তাদেরকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেয়া হয়। তারা সেরকম প্রতিবাদও করছিলো। পুলিশ সহায়তা করছিলো তাদের। প্রতিবাদকারিরা নো বর্ডার ফর রিফিউজি দাবী করছিলো।

battleঠিক একই সময়ে আরো একটি দল কিংক্রস ষ্টেশনে এসে জোর করে ইউরোষ্ঠার প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরেন।পুলিশকে স্মোক বিস্ফোরক ইত্যাদি নিক্ষেপ করেন।পুলিশ তাদেরকে আটকানোর সব চেষ্টা করে তাদের প্রবেশ ব্যর্থ করে দেয়।

এর আগে এক সপ্তাহ পূর্বে প্রায় ২৫০ জনের একটি গ্রুপ একই দাবিতে কিংক্রস ষ্টেশন প্ল্যাটফর্মে ঢোকার চেষ্ঠা করেছিলো।

battle1তাদের বক্তব্য হচ্ছে, ডেভিড ক্যামেরন ও থেরেসা মে কে রিফিউজিদের প্রবেশের অনুমতি দিতে হবে। থেরেসা মের ডিটেনশন সেন্টার বন্ধ করে দিতে হবে। ক্যালাইস থেকে মাইগ্রেন্টদের ইউরোষ্টারে ব্রিটেনে প্রবেশ করতে দিতে। কোন বর্ডার লাইন  রিফিউজিদের জন্য থাকবেনা।

ছবিতে দেখুন কিংক্রস ব্যাটল- 

The demonstrators were stopped by the police as they tried to get on to Eurostar platforms headed towards Europe at St Pancras 

 

Activists had tried to enter the railway station, which is the UK terminal for Eurostar services to Europe to highlight the plight of refugees in Calais

 

Demonstrators clash with riot police from the Met and British Transport Police after trying to storm St Pancras Eurostar terminal 

 

Officers could be seen brandishing their truncheons as they fought back against protesters, many of whom covered their faces with scarves

 

A police hair is left abandoned after the protesters smeared red paint inside St Pancras train station during the demonstration 

 

Activists carried banners reading: 'The people want to bring down the borders' and 'We don't cross borders, borders cross us

 

Police try to remove the protesters from St Pancras station, who were trying to raise the plight of migrants who have died trying to reach Britain from Calais

 

Train passengers turning up for services at nearby King's Cross station were also greeted with a large group of riot police trying to diffuse the violence

নারী /নিজ/মাইগ্রেন্ট ব্যাটল/সেলিম আহমেদ/অক্টোবর/২০১৫

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!