সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশী ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার এসোসিয়েশন-টাওয়ারহ্যামলেটসের এর প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। ওয়াটার লিলিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম।এ ছাড়াও কাউন্সিলর উমেশ দেশাই, কাউন্সিলর সাবিনা আক্তার, সাবেক মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান, সাবেক লিডার কাউন্সিলর হেলাল আব্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণের ব্যাপক সমাগম ঘটেছিলো। অনূষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন, সভা পরিচালনা করেন যৌথভাবে সংগঠণের সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক আলী রেজা খান।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর পর পরই আলী রেজা খান উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও মিডিয়া ব্যক্তিত্বদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন জসিম, সহ-সভাপতি ফায়সাল আলম, উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসের ইতালিয়ান পরিবারের সদস্যদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং যথাসাধ্য সব রকমের সাপোর্ট প্রদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে হ্নদিতা খান, আমীন খান, গৌরী চৌধুরী সহ অনেকেই সঙ্গীত পরিবেশন করেন।
২/৪/২০১৫