গত সোমবার ৪ঠা জানুয়ারি ২০১৬ ছিলো বিলেতের একমাত্র বাংলা রেডিও বেতার বাংলার জন্ম দিন। এদিন ছিলো বেতার বাংলার ২৪ ঘন্টা সম্প্রচারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে বেতার বাংলা পরিবার বেতারে বিশেষ লাইভ অনুষ্ঠানমালা প্রচার করে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেতার বাংলার অফিসে প্রতিষ্ঠানটির কর্ণধার নাজিম চৌধুরী ও মিসেস শাহিনা মনি সকল প্রেজেন্টার, স্রোতা ও স্রোতা ফোরামের এবং শুভানুধ্যায়ীদের মিষ্টি মুখ ও বিশেষ পোলাও আপ্যায়িত করেন।
তার আগে সন্ধ্যা ৭ ঘটিকার সময়ে সিইও নাজিম নাজিম চৌধুরী উপস্থিত মিডিয়া, টেলিভিশন ব্যক্তিত্ব, সাংস্কৃতি কর্মী, প্রেজেন্টার, স্রোতা ফোরামের সদস্য, শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ৫ম বার্ষিকীর বিশাল এক কেক কাটেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলেব্রেটি টেলিভিশন ব্যক্তিত্ব ও বেতার বাংলার প্রেজেন্টার মাহি ফেরদৌস জলিল, বেতার বাংলার ডাইরেক্টর কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ডাইরেক্টর রিনা দাস, বেতার বাংলার চেয়ার ডঃ এম এ আওয়াল, এবং এটিন বাংলা, চ্যানেল এস, এনটিভি, চ্যানেল আই, বাংলা টিভির সিনিয়র রিপোর্টারবৃন্দ।
অনুষ্ঠানে স্রোতা ফোরাম ও ব্রিটেনের স্থানীয় শিল্পীবৃন্দ ছাড়াও বেতার বাংলার শিল্পীবৃন্দ লাইভ সঙ্গীত পরিবেশন করেন এবং স্রোতা ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।