সৈয়দ শাহ সেলিম আহমেদঃ লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মীথ লন্ডনারদের অন্যতম প্রধান সমস্যা হাউজিং নিয়ে নিজের পরিকল্পনা উম্মোচিত করেছেন এবং তিনি বলেছেন এই সমস্যা সমাধানে জ্যাক আরো অধিক হোম বিল্ডিং তিনি তৈরি করবেন।
জ্যাক সেই সাথে বলেছেন, তিনি মনে করেন, হাউজিং সমস্যার ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো বিল্ডিং দেরীতে তৈরি। সেজন্য তিনি বলেছেন, এর বিরুদ্ধে তিনি লড়বেন- যদি নির্বাচিত হন। যারা দেরীতে বিল্ডিং বানান-তাদেরকে ক্লাম্পিং করবেন।
জ্যাক গোল্ডস্মীথ বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে হাউজিং সমস্যা নিয়ে তিনি সাথে সাথে পরিকল্পনা পাবলিশ করবেন এবং রিভিউও করবেন, যাতে সমস্যা চিহ্নিত করে তড়িৎ একশন নেয়া যায়।
জ্যাকের মতে, লন্ডনে যে পরিমাণ হোম বানানো হয়, তার চেয়ে ১০ বারের বেশী হাউজিং প্ল্যানিং পারমিশন অনুমোদিত হয়। তিনি আরো বলেছেন, বিল্ডাররা ল্যান্ড ব্যাংকিং আখ্যায়িত করে অভিযোগ করেছেন, তারা জায়গা খরিদ করে অপেক্ষায় থাকেন, তাদের প্রাইম ল্যান্ডের দাম যাতে আকাশ্চুম্বী হয়, তখন তারা বিল্ডিং বানান।
একই সুরে বক্তব্য দিয়েছিলেন, বর্তমান মেয়র বরিস জনসন। তিনি চেষ্টা করেছিলেন কম্পুলসরি পারচেজ অর্ডার চালু করতে যাতে বিল্ডিং কাজ শুরু করার পর বিক্রি অনুমোদন দিতে- যাতে তারা ক্রাইসিস তৈরি করতে না পারেন, যেভাবে এখন করছেন।
জ্যাক গোল্ডস্মীথের প্ল্যান হলো বিল্ডার্স বা ডেভেলপারদের অবশ্যই তিন বছর থেকে কমিয়ে দুই বছর করে এর মধ্যে বিল্ডিং তৈরির কাজ শুরু করতে হবে।
জ্যাক গোল্ডস্মীথ বলেছেন তার প্রায়োরিটি হলো লন্ডনের জনগনের জন্য হাউজিং ক্রাইসিস কমানো এবং জরুরী ভিত্তিতে এই সমস্যা সমাধানে কাজ করা।
উল্লেখ্য, এক সূত্রে জানা গেছে, লন্ডনে ২০০,০০০ বিল্ডিং প্ল্যানিং পারমিশনের জন্য প্রতি বছর করা হয় যেখানে মাত্র ২৫,০০০ বিল্ডিং তৈরি করা হয় ।
লন্ডনের মেয়র নির্বাচন আগামী বছর মে মাসে। এই নির্বাচনে লেবার দলের প্রার্থী হলেন সাদিক খান।
ফুটনোটঃ লন্ডন মেয়র নির্বাচন নিয়ে নির্বাচন পূর্ব পর্যন্ত নারীতে প্রকাশিত হবে ধারাবাহিক রিপোর্ট। আপনার মতামত, জরিপের ফলাফল, ম্যাসেজ অথবা মেয়র নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন, ভিডিও, অডিও ম্যাসেজ কিংবা মতামত প্রকাশে যোগাযোগ করুন
salim932@googlemail.com, আপনার মতামত ইংরেজি কিংবা বাংলায় যে ভাষাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন- সেভাবে দিতে পারেন। আমরা আপনার পছন্দের অপশন অনুযায়ী প্রকাশ করবো।
**পূর্বানুমতি ব্যাতিরেকে এই সংবাদ কপি করা যাবেনা।তবে অনুমতি নিয়ে প্রকাশ করতে কোন বাধা নেই। অথবা সূত্র হিসেবে নারী উল্লেখ করে অন্য কোথাও এই সংবাদপ্রকাশ, পূণঃপ্রকাশ কিংবা মুদ্রন করা যাবে।কপি রাইটকৃত সংবাদ করা যেতে পারে, কপিরাইট-সেলিম@২০১৫।**
প্রথম পর্বের সংবাদের লিংক- কপি করে দেখার জন্য-
দ্বিতীয় পর্বের সংবাদের লিঙ্ক-
তৃতীয় পর্বের লিঙ্ক-
চতুর্থ পর্বের লিংক-
http://www.nariasianmagazine.com/%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D/
পঞ্চম পর্বের লিংক-
http://www.nariasianmagazine.com/%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8-%E0%A7%AB%E0%A6%83-%E0%A6%B8%E0%A6%BE/
নারী/নিউজ/ধারাবাহিক/লন্ডন মেয়র নির্বাচন/মে২০১৬/সেলিম আহমেদ/ডিসেম্বর/২০১৫