Home » Featured » আগামী বছরে চিলকোট রিপোর্ট প্রকাশিত হবে- স্যার জন চিলকোট

আগামী বছরে চিলকোট রিপোর্ট প্রকাশিত হবে- স্যার জন চিলকোট

164

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ স্যার জন চিলকোট  প্রধানমন্ত্রী বরাবর এক চিঠিতে জানিয়েছেন, ইরাক যুদ্ধের ৭ বছর পর সাবেক প্রাইম মিনিস্টার গর্ডন ব্রাউন কর্তৃক গঠিত চিলকোট রিপোর্ট আগামী জুন অথবা জুলাই মাসের মধ্যে প্রকাশিত হবে। ওয়েব সাইটে প্রকাশিত রিপোর্টে তিনি তথ্য প্রকাশ করেছেন।

ডেভিড ক্যামেরনের কাছে লিখিত এই চিঠিতে স্যার চিলকোট জানিয়েছেন, রিপোর্টের ফুল টেক্সস্ট আগামি ১৮ এপ্রিল ২০১৬ মধ্যে সম্পন্ন হবে।

উল্লেখ্য চিঠিটি যখন ক্যামেরনের কাছে লিখেন, তখন ডেভিড ক্যামেরন আইসল্যান্ডিকে নর্দার্ন ফিউচার ফোরামেবক্তব্য দেয়ার জন্য বুধবার গমন করেন এবং ধারনা করা হচ্ছে সেখান থেকে ফিরেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্যার চিলকোটকে জবাব দিবেন।

স্যার চিলকোটের ওয়েব সাইটে থেকে জানা গেছে , রিপোর্টের টেকস্ট লেখা সম্পন্ন হবে ১৮ এপ্রিল ২০১৬ আর প্রকাশের আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির লোকজন রিপোর্টের উল্লেখযোগ্য ও সেনসিটিভ অংশ সমূহ পরীক্ষা করবেন।

চিলকোট তার চিঠিতে  লিখেছেন, তিনি অবশ্যই এটা বিশ্বাস করেন, রিপোর্ট প্রসেস এবং প্রকাশে ন্যাশনাল সিকিউরিটি চেকিং হওয়া উচিৎ বিশেষ করে অধিকাংশ সেনসিটিভ বিষয় যা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু রয়েছে। তিনি আরো মনে করেন ইউরোপিয় কনভেনশন হিউম্যান রাইটস এবং আর্টিকল ২ এর ন্যশনাল সিকিউরিটি প্রটেক্ট এক্ট পুরোপুরি পালিত হওয়া প্রয়োজন রিপোর্ট প্রকাশে সেই এনসিউর করতে চান তিনি। এবং একই সাথে তিনি আশাবাদী রিপোর্ট আগামী জুন অথবা জুলাই মাসে প্রকাশিত হবে ।

রিপোর্টের মধ্যে ২ মিলিয়ন শব্দ রয়েছে, যা টাইপ ও প্রকাশে ফ্রেইম ওয়ার্কের মধ্যে সম্পন্নের ব্যাপারেও তিনি আশাবাদি।

চিলকোর্ট লিখেছেন  তার দুই সেক্রেটারি গাস ওডোনেল এবং স্যার জেরেমি হেউড টনি ব্লেয়ার এবং জর্জ বুশের সাথে যোগাযোগ করেন রিপোর্ট প্রকাশের ব্যাপার নিয়ে ।

ইরাক যুদ্ধ নিয়ে  সম্প্রতি টনি ব্লেয়ার আংশিক দুঃখ প্রকাশ করার পর পরই চিলকোট রিপোর্ট প্রকাশের সময় শেষ প্রকাশের মুখ দেখছে।

উল্লেখ্য সম্প্রতি টনি ব্লেয়ার সিএনএনকে ঠিক যেভাবে বলেছিলেন – তা হলো

Blair told Fareed Zakaria on CNN: “I apologise for the fact that the intelligence we received was wrong. I also apologise for some of the mistakes in planning and, certainly, our mistake in our understanding of what would happen once you removed the regime.”

But Blair made clear that he still felt he made the right decision in backing the US invasion of Iraq to remove Saddam Hussein. He said: “I find it hard to apologise for removing Saddam.”

 

 

 

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!