সাবেক মার্কস এন্ড স্পেন্সারের বস ইয়েস ক্যাম্পেইনের পক্ষে নিজের বক্তব্য তুলে ধরার পর পরই ব্রিটেনের ইউরোকেস্পটিক রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। জীবিত তিন প্রাইম মিনিস্টার জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন সহ সেলিব্রেটি লুস ওমেনের জুন সারপং সহ একডজন সেলিব্রেটি, ব্যবসায়ী, নির্বাহী ও সিনিয়র রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত নতুন মোর্চা ইয়েস ক্যাম্পেইন করবেন বলে জানা গেছে। তারা সকলেই চান ব্রিটেন যেন ইউরোপ থেকে বেরিয়ে না আসে।
তিন প্রাইম মিনিস্টারের সাথে এই ইন ক্যাম্পেইনে আরো যোগ দিবেন সাবেক চীফ অব দ্য জেনারেল ষ্টাফ স্যার পিটার ওয়াল সহ মেম্বার অফ স্টাফবৃন্দ। এই ইয়েস ক্যাম্পেইন এর চেয়ার হিসেবে থাকছেন লর্ড রস। তিনি মার্কস এন্ড স্পেন্সারের সাবেক বস।
এই ইয়েস ক্যাম্পেইনররা একত্রে শিক্ষাবিদ, প্রফেশনাল, আইনবিদ, রাজনীতিক, ব্যবসায়ী, মিলিটারি প্রফেশনাল সহ সেলিব্রেটি স্টারদের একত্রিত করে ক্যাম্পেইন চালাবেন। তাদের সাথে ইতোমধ্যে যোগ দিয়েছেন এমটিভির সাবেক তারকা, টিভিফোর এর প্রেজেন্টার, আইটিভির লুস ওমেন এর প্যানেলিষ্ট সেলেব্রেটি জুন সারপং।