থেরেসা মে ও আন্ড্রিয়া লিডসমের মধ্যে প্রতিদ্বন্ধিতা- গোভ ছিটকে পড়লেন

থেরেসা মে ও আন্ড্রিয়া লিডসমের মধ্যে প্রতিদ্বন্ধিতা- গোভ ছিটকে পড়লেন

সৈয়দ শাহ সেলিম আহমেদ-

 

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে শেষ পর্যন্ত আরো এক  ব্রেক্সিট নেতা মাইকেল গোভ রেইস থেকে ছিটকে পড়েছেন। দলীয়  দ্বিতীয়  ফাইনাল ভোটাভুটিতে গোভ পেয়েছেন মাত্র ৪৬ ভোট।  পক্ষান্তরে কনজারভেটিভ পার্টির এই মুহুর্তের ক্যারিশম্যাটিক লিডার, বর্তমান স্বরাষ্ট্র সেক্রেটারি থেরেসা মে পেয়েছেন  সর্বাধিক ১৯৯ ভোট, তার প্রতিদ্বন্ধি আন্ড্রিয়া লিডসম নিশ্চিত  করেছেন ৮৪ ভোট।

 

মাইকেল গোভের সরে দাড়ানোর পর এখন এই দুই নারীর মধ্যে প্রধানমন্ত্রীত্বের প্রতিযোগিতা হবে- সেটা স্পষ্ট।

 

এদিকে ব্রেক্সিট নেতা মাইকেল গোভের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর ব্রিটিশ মিডিয়ায় একটি কার্টুন সকলের নজর কেড়েছে দারুনভাবে। তার বন্ধু ও ব্রেক্সিট নেতা বরিস জনসনের সাথে বিশ্বাসঘাতকতা  করায় মাইকেল গোভকে  ব্যঙ্গ করে এই কার্টুন প্রকাশিত হয়েছে।

 

GoveNAT

 

পক্ষান্তরে,   কনজারভেটিভ সাবেক নেতা ইয়ান ডানকান স্মীথ থেরেসা মে ও আন্ড্রিয়া লিডসমের মধ্যে প্রতিদ্বন্ধিতাকে সত্যিকারের অনেস্ট প্রতিযোগিতা হিসেবে বর্ণনা করেছেন।

 

Iain Duncan Smith

 

শেষ পর্যন্ত  এই দুই নারীর মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতায় টিকে যাওয়ায় এখন বলা যায় আনুষ্ঠানিকভাবেই ব্রিটেনের নয়া প্রাইম মিনিস্টারের জন্যে ক্যাম্পেইন এই দুজনকে নিয়েই  শুরু হয়ে গেছে।

 

ShipNAT_PM

 

দুই প্রতিযোগীর প্রতিক্রিয়া-

আন্ড্রিয়া-

 

LeadsomBallot2

 

আন্ড্রিয়া লিডসম এই প্রতিযোগিতায় কেবল দুই নারীর প্রতিযোগিতাকে ফ্যান্টাস্টিক এক প্রতিযোগিতা হিসেবে দেখছেন।

 

মে-

 

Theresa May

 

আর থেরেসা মে  বলেছেন পার্টি তার নেতৃত্বে এখন অনেক সুদৃঢ়। নেতা-কর্মী এখন তার নেতৃত্বে একত্রিত বলে তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন। এখন সারা দেশের পার্টির মেম্বাররা  আমাকে  সামনে নিয়ে যাবেন বলে তিনি যোগ করেন।

 

জনসন- 

অপরদিকে ব্রেক্সিট নেতা বরিস জনসন বলেছেন কনজারভেটিভ পার্টি ব্রিটেনের মোস্ট প্রগ্রেসিভ পার্টি

 

BorisStatement

 

salim932@googlemail.com

07th July 2016, London.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *