ইউরোপীয় ইউনিয়ন প্রশ্নে ক্লিয়ারের আগে ইউকে-ইউএস ট্রেড এগ্রিম্যান্ট  হবেনা- মাইকেলফোরমান

ইউরোপীয় ইউনিয়ন প্রশ্নে ক্লিয়ারের আগে ইউকে-ইউএস ট্রেড এগ্রিম্যান্ট হবেনা- মাইকেলফোরমান

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ

 

ইউরোপীয় ইউনিয়নের সাথে   ব্রিটেনের সম্পর্ক পরিষ্কার করার আগে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউনাইটেড কিংডমের মধ্যে কোন ট্রেড এন্ড ইনভেষ্টম্যান্ট এগ্রিম্যান্ট হবেনা। সোমবার ব্রিটিশ সেক্রেটারি লিয়াম ফক্সের সাথে আলোচনার সময়ে ইউএস  ট্রেড রিপ্রেজেন্টেটিভ মাইকেল ফোরমান এই কথা বলেন।

 

 

Michael Froman met with Liam Fox on Monday

 

 

মাইকেল ফোরমান  লিয়াম ফক্সের সাথে আলোচনার সময়ে  পরিষ্কার ভাবে জানিয়ে দেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের সম্পর্ক কেমন শেইপের মাধ্যমে দাঁড়ায়, সেই বিষয়  পরিষ্কারের আগে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে কোন ট্রেড এন্ড ইনভেষ্টম্যান্টের ব্যাপারে দ্বিপাক্ষিক কোন চুক্তিতে যাবেনা।

 

 

ব্রিটেনের সাথে ইউএসের ট্রেড এন্ড ইনভেষ্টম্যান্ট ডিল দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। প্রেসিডেন্ট  ওবামা জুন মাসের শেষের দিকে বলেছিলেন, ব্রেক্সিট হয়ে গেলে  ব্রিটেনের সাথে ইউএসের স্পেশাল ডিল বা এগ্রিম্যান্টের মাধ্যমে ট্রেড এন্ড ইনভেষ্টম্যান্ট ডিল হতে পারে। গণভোটের দামামা যখন চলছিলো তখন পলিটিকো রিপোর্ট করেছিলো ব্রেক্সিটের পরে ইউএস-ইউকে ভিন্ন এক পদ্ধতিতে স্পেশাল রিলেশনশিপ  মাধ্যমে হবে।

 

 

 

 

আজ লিয়াম ফক্সের সাথে আলোচনায় মাইকেল ফোরমান বলেছেন, আমেরিকা  সঠিক সময়েই ইউকের সাথে বাণিজ্যিক ও বিনিয়োগের সম্পর্কের নতুন  চুক্তিতে  শুরু করতে চায় -ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কেমনভাবে স্থাপিত ও সজ্ঞায়িত হয়, সেটা দেখেই  তখন আলোচনা চূড়ান্ত করতে আগ্রহী।

 

salim932@googlemail.com

25th July 2016, London

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *