ব্রিটেনের অর্থনীতিকে সচল করতে চ্যান্সেলর রিশির জব পরিকল্পনার প্যাকেজে যা আছে

ব্রিটেনের অর্থনীতিকে সচল করতে চ্যান্সেলর রিশির জব পরিকল্পনার প্যাকেজে যা আছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ। হাউজ অব কমন্সে চ্যান্সেলর রিশি সোনাক তার সামার স্ট্যাটম্যান্টে ব্রিটেনের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে সচল করতে তরুণদের চাকুরী প্রদান পরিকল্পনার নানা প্যাকেজ আজ ঘোষণা করেছেন। চ্যান্সেলরের প্যাকেজের মধ্যে রয়েছে–  

  • ০১) ইটিং আউট ডিসকাউন্ট- এর আওতায় রয়েছে, আগস্ট মাস থেকে প্রত্যেক অংশগ্রহণকারী রেস্টুরেন্ট, পাব -এ প্রত্যেকের জন্য খাবারে ৫০ শতাংশ ছাড়, যা প্রত্যকের(পার হেড) মাথাপিছু ১০ পাউন্ড এর বেশী হবেনা। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ডিসকাউন্টের সুযোগ নেয়া যাবে।
  • ব্যবসায়ের মালিকগন এই ছাড়ের টাকা(বিল) ব্যংকের একাউন্টে পাচ কর্মদিবসের মধ্যেই ফেরতের দাবি করতে পারবেন।
  • এই স্কীমের মাধ্যমে এই শিল্পের ১.৮ মিলিয়ন লোকের কাজের নিশ্চয়তা প্রদান করা বলে জানিয়েছেন।
  • ০২) ভিএটি কাট– খাদ্য, আবাসন ও বিনোদনের আকর্ষণ কেন্দ্র গুলোতে ভিএওটি হ্নাসের মাধ্যমে অর্থাৎ ২০ শতাংশ থেকে ৫ শতাংশ কম এবং এর মাধ্যমে ৪ বিলিয়ন ব্যয়ে ২.৪ মিলিয়ন লোকের কাজের সুরক্ষাই উদ্দেশ্য
  • এই ভিএওটি কাট বুধবার থেকে ১২ই জানুয়ারি ২০২১ পর্যন্ত রেস্তোরা, ক্যাফে, পাব, হোটেল বিএন্ডবি থাকার স্থান, সিনেমা, থিম পার্ক, চিড়িয়াখানায় প্রযোজ্য
  • ০৩) স্টাম্প ডিউটি– এতে বলা হয়েছে স্টাম্প বা শুল্ক হার বা ডিউটি প্রান্তিক তথা থ্রিশোল্ড হার অস্থায়ীভাবে ১২৫ হাজার পাউন্ড থেকে উন্নীত করে ৫০০ হাজার পাউন্ড করা, যাতে গড় স্টাম্প ডিউটি বিল ৪,৫০০ পাউন্ড পর্যন্ত কমে যাবে এবং এই সুবিধা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত। এর উদ্দেশ্য হলো হাউজিং বা আবাসন খাত তথা আবাসন মার্কেটে আস্থা ফিরিয়ে আনা এবং ১০ জনের মধ্যে ৯জনকেই শুল্ক না দেয়ার অর্থেই করা হয়েছে অস্থায়ীভাবে।
  • ০৪) ওয়ার্ক বা জব প্ল্যান– এতে বলা হয়েছে, নিয়োগকারী বা এমপ্লয়ার যাতে ফারলাওয়ের ৯ মিলিয়ন কর্মীদের কাজে ফিরিয়ে আনার লক্ষ্যে ৯ বিলিয়ন পাউন্ড খরচ করা-১০০০ পাউন্ড করে কর্মী প্রতি হিসেবে করে।
  • সরকারের ফারলাও স্কীম চিরদিনের জন্য চলতে পারেনা এবং উচিতও নয়, অক্টোবর মাসেই এই স্কীমের ইতি ঘটবে
  • ডিপার্টম্যান্ট অব ওয়ার্ক এন্ড পেনশনের দ্বারা ১.২ বিলিয়ন সহায়তা লক্ষ লক্ষ মানুষকে কাজে ফিরে যেতে সহায়ক হবে
  • ট্রেইনিং স্কীমের আওতায় ফার্ম বা প্রতিষ্ঠানকে ১০০০ হাজার পাউন্ড দেয়া হবে, ১০০মিলিয়ন ফান্ড উচ্চতর ডিমান্ডের ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং সোশ্যাল কেয়ার খাতে
  • তরুণদের জন্য ২ বিলিয়ন পাউন্ড কিকস্টার্ট যাতে কোন ক্যাপ রাখা হয়নি
  • কিকস্টার্ট স্কিম দীর্ঘমেয়াদী বেকারত্বের ঝুঁকিতে ১৬-২৪ বছর বয়সের কয়েক হাজার হাজার লোকের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে নিয়োগকারীদের প্রদান করবে – কমপক্ষে জাতীয় ন্যূনতম মজুরিতে প্রতি সপ্তাহে সর্বনিম্ন ২৫ ঘন্টা বেতন দেওয়া।
  • ০৫) গ্রিন মেজারর্স- এতে বলা হয়েছে,  ৩ বিলিয়ন লক্ষমাত্রায় ৬৫০ হাজার বাসিন্দাদের আরও বেশি দক্ষ করে তোলা, পরিবারগুলোর ৩০০ মিলিয়ন ডলার বাঁচাতে এবং ১৪০ হাজার কাজের সমর্থনে।
  • ২ মিলিয়ন পাউন্ড গ্র্যান্ট ভাইউচার বাড়ির মালিকদের ও বাড়িওয়ালাদের বাড়িকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য সহায়তা প্রদান।

#salim1689, london,08July2020