Home » Featured » যেভাবে সহজে আয়ারল্যান্ডে এসে স্থায়ী হতে পারেন

যেভাবে সহজে আয়ারল্যান্ডে এসে স্থায়ী হতে পারেন

সৈয়দ শাহ সেলিম আহমেদ। দ্য লন্ডন টাইমস। ২৮ জুন ২০২২।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুযায়ী প্রায় ৩৫০০০-এর বেশি মার্কিন বংশোদ্ভূত ব্যক্তি আয়ারল্যান্ডের বাসিন্দা। আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে নাগরিকত্ব লাভ করা সহজ হয়(মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউট)।

এছাড়াও বংশে কোনও আইরিশ ব্যক্তি থাকলেও সহজে আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে। যেমন মা, বাবা, দাদা, দাদু ,প্র-পিতামহ-দের মধ্যে কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সহজেই সেখানকার নাগরিকত্ব লাভ করা যায়। আবার একটানা এক বছর কেউ যদি আয়ারল্যান্ডে বসবাস করেন তাহলেও সহজেই সেখানকার নাগরিক হতে পারবেন।

এই রিপোর্টটি বিস্তারিত জানতে, যাবতীয় তথ্য এবং লিংক, ভিসা, ওয়ার্কপার্মিট, জব, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন সহ সবকিছু জানতে দ্য লন্ডন টাইমসে এই লিংকে ক্লিক করুন এবং সেখানে গিয়ে লগ ইন করে কন্টেন্টটি পড়ুন অথবা কপি করে সেইভ করে নিন। এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট।আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করে তারপর নিতে হবে। 

Please follow and like us:
Pin Share

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!