চ্যান্সেলর জর্জ ওসবর্ণ অস্টমবারের মতো তার বাজেট পেশ করেছেন হাউস অব পার্লামেন্টে। এবারের বাজেটে বেশ কিছু নতুন নতুন মেজারম্যান্ট যেমন রয়েছে, তেমনি চ্যান্সেলর তার বাজেটের ৯,২২৩টি শব্দ তরুন প্রজন্মের দিকে ফোকাস করে বাজেট পেশ করেছেন। বাজেটে যেমন তিনি ইউরোপীয় ইউনিয়নের বেনিফিট এর প্রতি এটেনশন আনয়ন করেছেন, তেমনি ট্যাক্স এভয়ডেন্সের প্রতি ক্ল্যাম্পিং, আইসা সুবিধা আর পার্সোনাল থ্রিশোল্ড, সেই সাথে শিক্ষার প্রতি নতুন অঙ্গিকার আর আন্ডার ১৮ পর্যন্ত ম্যাথ সকলের জন্য করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
চ্যান্সেলর তার বাজেট বক্তব্যে যে ফোকাস করেছেন, বেশী জোর দিয়েছেন আর তাহলো, তিনি বলেছেন, আমার বাজেটে তরুণ প্রজন্ম ফার্স্ট ।
এক নজরে চ্যান্সেলরের বাজেটঃ
০১) পিউর ফ্রুট জুস ও মিল্ক বেইস জুস বাদে বাকি সকল সফট ড্রিংকসে নতুন সুগার ট্যাক্স আরোপ- যাতে দুই বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে চালু হবে। এতে বছরে ৫২০ মিলিয়ন সেভিংস দ্বিগুণ করে স্কুলের স্পোর্টস ও আর্টসে বিনিয়োগ করা
০২) ইংল্যান্ডের সকল সেকেন্ডারি স্কুলে স্পোর্টস এন্ড আর্টস ফান্ডিং এর জন্য এই নতুন বিড চালু
০৩) ২০২২ সালের মধ্যে ইংল্যান্ডের সকল স্কুল একাডেমিতে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা
০৪) ১৮ বছরের সকল ছাত্র ছাত্রীদের জন্য ম্যাথ শিক্ষা বাধ্যতামূলক
০৫) ইংল্যান্ডের স্কুলগুলোর জন্য ফেয়ার ফান্ডিং ফর্মুলার অধীনে ৫০০ মিলিয়ন পাউন্ড এর প্ল্যান