মৃত ব্যক্তি নিয়ে কোরআন ও হাদীসের আলোকে(ভিডিও)

মৃত ব্যক্তি নিয়ে কোরআন ও হাদীসের আলোকে(ভিডিও)

198
Syed Shah Salim Ahmed

শেডওয়েল মসজিদের প্রধান খতিব আল্লামা শায়েখ মাওলানা নূরুল ইসলাম মানুষের মৃত্যুর পরে দোয়া দুরূদ ও ইসালে সওয়াব পেশের মাহাত্ম নিয়ে বক্তব্য রাখেন- বেতার বাংলা ১৫০৩ এ। বেতার বাংলার একজন নিয়মিত স্রোতা ডাঃ মিসেস হাসিনা চৌধুরী সম্প্রতি দুরারোগ্য ক্যানসার ব্যাধিতে মৃত্যু বরন করেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন।মরহুমার রূহের মাগফেরাতের জন্য বেতার বাংলা এক মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে দোয়া ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করে কিছু নসিহত পরিচালনা করেন মাওলানা নূরুল ইসলাম।

 

dr hasinaডঃ হাসিনা- মিসেস চৌধুরি নামে সকল স্রোতাদের কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তিনি সপরিবারে লন্ডনের লেইটনে বসবাস করতেন। দুবাইতে থাকাকালীন সময়ে গাড়ী দুর্ঘটনার সময়ে তার স্বামীকে হারান।

 

IMG_9176বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী ও বোর্ড অব ডিরেক্টর এবং স্রোতা ফোরাম সহ সকল স্রোতাবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ২০১২ সালে বেতার বাংলা মিসেস চৌধুরীকে বিশেষ সম্মানে ভুষিত করেছিলো

IMG_9169মিলাদে অংশ গ্রহণকারীদের একাংশ

 

 

শুনুন সেই বক্তব্য-

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *