ব্রিটিশ আইনে উইলের বিধান, কার্যকরী, মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যারিষ্টার মাজেদুর চৌধুরী (ভিডিও)

ব্রিটিশ আইনে উইলের বিধান, কার্যকরী, মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যারিষ্টার মাজেদুর চৌধুরী (ভিডিও)

127

সৈয়দ শাহ সেলিম আহমেদ:

ব্রিটিশ আইনে উইল মানে কি, কিভাবে এর বিধান ও কার্যকরী হয়, একজন উইলকারী কখন উইল করবেন, কিভাবে, সেক্যুলার আইনের দেশে উইলের সম্পত্তি কিভাবে ভাগ-বাটোয়ারা হবে, কার্যকর কিভাবে হয়, স্ত্রী স্বামীর সম্পদ কিভাবে পাবেন বা কতোটুকু পাবেন- এই সব নিয়ে নারীর সাথে এক্সক্লূসিভ ব্যাখ্যা দিয়েছেন ব্যারিষ্ঠার মাজেদুর চৌধুরী।

মাজেদুর-

ব্যারিস্টার মাজেদুর চৌধুরী লন্ডনে আইন পেশায় নিয়োজিত একজন খ্যাতিমান আইনজ্ঞ, বিখ্যাত আইনজ্ঞ ডিন রসকোর দর্শন আইনজ্ঞরা সমাজ বিনির্মানের প্রকৌশলী সেই বিখ্যাত উক্তির যেন এক সার্থক বাস্তব প্রতিচ্ছবি খ্যাতিমান এই আইনবিদের মধ্যে প্রতিফলিত হয়। যার ফলে আমরা তাকে দেখি আইন পেশায় নিজেকে নিয়োজিত রাখার সঙ্গে সঙ্গে সমাজ ও কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। ইতোমধ্যে বিলেতের রেডিও টেলিভিশনের আইন সংক্রান্তআলোচনায় নিজেকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করে নিয়েছেনব্যারিস্টারমাজেদুরের আইন পেশার এই সামাজিক দায়বদ্ধতা আর কমিউনিটির প্রতি নিরলসএক অদৃশ্যমান কমিটম্যান্টমাজেদুরকে করে তুলেছে অনন্য এক মহিমায়গতানুগতিক সংঘ, গোষ্ঠীতে আবদ্ধ না হয়ে কমিউনিটির কল্যাণে একাগ্রতা নিরলসভাবে সেবাদানের মাধ্যমে মহৎ কার্য সম্পাদন করা যায়মাজেদুর তারই একঅনন্য দৃষ্ঠান্ত সদা হাস্যলাপী, নম্র আর অমায়িক ব্যারিস্টার মাজেদুরের আরো একসুন্দর বৈশিষ্ট্য

ব্যারিস্টার মাজেদুর ২০০৭ সালে ব্যারিস্টার হিসেবে , সলিসিটর হিসেবে ২০১৪ সালথেকে তিনি লিগ্যাল প্র্যাক্টিস শুরু করে আসছেন  ব্রিটেনে তিনি আইনী পেশায় নিয়োজিত ৮ বছর ধরে।স্বল্প সময়ে নিজ কর্মগুন, সততা, আন্তরিকতা আর নিষ্ঠার ফলে ইমিগ্রেশন, ন্যাশনালিটি, সিটিজেনশীপ, এসাইলাম এবং হিউম্যান রাইটস-এ মাজেদুরের সাফল্য আশাতীত, এর বাইরেও ফ্যামিলি এন্ড চিল্ড্রেন ম্যাটার, এমপ্লয়ম্যান্ট, সিভিল লিটিগেশন, ল্যান্ডলর্ড এন্ড টেন্যান্ট, কোম্পানি ও কমার্শিয়াল বিষয়েও ব্যারিস্টার মাজেদুরের প্র্যাক্টিস করার ট্র্যাক রেকর্ডের অধিকারি।

 

নারী এশিয়ান ম্যাগাজিন ডট কম (এবং শীগ্রই আসছে নারী এশিয়ান টিভি)এর মাসিক আয়োজন ইমিগ্রেশন ও আইন বিষয়ক অনুষ্ঠানে ব্যারিস্টার মাজেদুর পরামর্শ প্রদানের জন্য সদয় সম্মত হয়েছেন। সেজন্যে প্রতি মাসে এই অনুষ্ঠান প্রচারিত ও প্রকাশিত হবে এই সাইটে।নারী টিভি যখন পূর্ণদমে সম্প্রচারে আসবে, তখন ইমিগ্রেশন ও আইন বিষয়ক এই অনুষ্ঠান সেখানেই স্থানান্তরিত হয়ে যাবে।

এই অনুষ্ঠান নিয়ে আপনার আইনী যেকোন প্রশ্ন কিংবা সমস্যায় সরাসরি ইমেইল করতে পারেন-mazedur@libertysolicitors.co.uk       অথবা salim932@googlemail.com.  আপনার প্রশ্নের উত্তর ব্যারিস্টার মাজেদুর উনার আগামী পর্বে জানিয়ে দিবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *