জনজীবনে এখন কতোটা অনিশ্চিত হয়ে আছে, তা কেবল ভুক্তভোগী মাত্রই জানেন। এই অনিশ্চিত অবস্থা থেকে মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছেননা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সরকারী ভাতা উত্তোলন করতে যান শ্রীপুর গাজীপুরের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন। শ্রীপুর সোনালী ব্যাংক থেকে চার মাসের ভাতার ৪০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাসের মধ্যে কেউ একজন কিছু একটা খাইয়ে মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনকে অচেতন করে সাথে থাকা ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।মরহুমের ঘনিষ্ট আত্মীয়া নাহিদ সুলতানা রত্না আবেগ জড়িত কন্ঠে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, নির্দিষ্ট গন্তব্যে বাস এসে থামলে সব যাত্রী নেমে গেলেও রত্নার খালু নেমে না যাওয়ায় বাস ড্রাইভার ও হেল্পার মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনকে সিট থেকে উঠাতে গিয়ে অচেতন অবস্থায় দেখেন। মরহুমের পকেটে থাকা নম্বর থেকে ফোন করে উনার মেয়ের সাথে কথা বলে সাথে সাথেই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিতসক জানান মরহুম আর এই জগতে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধের সময়ে মরহুম আফতাব উদ্দিন ৩ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।