আজ দুপুরের পরে সেন্ট্রাল লন্ডন থেকে শুরু হয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারি অফিস ১০ নং ডাউনিং ষ্ট্রীট মুখী হাজার হাজার মানুষ হাতে ব্যানার ও ফেস্টুন হাতে যুদ্ধ বিরোধী এক্ল র্যালী ও সমাবেশ করেন। স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের ব্যানারে হাজারো লোক র্যালী থেকে দাবী করেন এখনি সিরিয়া বিমান হামলা বন্ধ করে দেয়ার জন্যে।
স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের মতে, গত ১৪ বছরের মধ্যে এটা চতুর্থ বারের মতো মুসলিম দেশে বিমান হামলা। এর আগের তিনটি যুদ্ধের ফলে মানুষের জান মালের হানি ছাড়া আর কোন ফল এনে দেয়নি। বর্তমানের এই যুদ্ধের ফলেও একই ফলাফল নিয়ে আসবে। তাই তারা অবিলম্বে বিমান হামলা বন্ধের দাবীতে র্যালী করে প্রধানমন্ত্রী অফিস অভিমুখে যাত্রা করেন ও বিক্ষোভ করেন।
আগামীকাল রোববার ১৩ ডিসেম্বর ২০১৫ জাতীয়ভাবে বৃটেনে যুদ্ধ বিরোধী সমাবেশ ও র্যালীর ডাক দিয়েছে এই গ্রুপ।
আজকের সমাবেশে গ্রিন পার্টির ডঃ শাহরার আলীও বক্তব্য রাখেন। তিনি বলেন, ডেভিড ক্যামেরন আগামী পাঁচ বছরে ২০,০০০ রিফিউজি নেয়ার নীতির সমালোচনা করেন। তিনি বলেন, ৪.২ মিলিয়ন সিরিয় রিফিউজির বিপরীতে ব্রিটেনের অঙ্গিকার মাত্র ০.০০৫%, যা অপ্রতুল।
আমরা যেখানে রিফিউজিদের স্বাগত জানাই, সেখানে ক্যামেরনের কাছে তারা স্বাগত নন বলেও মন্তব্য করেন।