২০৫০ সালের মধ্যে লন্ডন ক্লিন এনার্জির ওয়াদা সাদিক খানের-মেয়র নির্বাচন-০৪

২০৫০ সালের মধ্যে লন্ডন ক্লিন এনার্জির ওয়াদা সাদিক খানের-মেয়র নির্বাচন-০৪

187

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ লন্ডনের মেয়র নির্বাচনের আরো অনেক সময় বাকী। এরই মধ্যে দুই প্রতিদ্বন্ধি দলের প্রার্থীদের মধ্যে ভোটারদের আকৃষ্ট করার জন্য দুই দলের নীতি ও আদর্শের আলোকে লন্ডনের জন্যে নিজেদের কর্ম পরিকল্পনা ও নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। বলা হয়ে থাকে, সিলেটের-০১ আসন যে দলের থাকে, সেই দল ঢাকার ক্ষমতায় আসীন হয়, তেমনি লন্ডন মেয়র বা সিটি হল যাদের করায়ত্ব থাকে, তারা ওয়েস্ট মিনিস্টারের রাজনীতিতে প্রভাবশালী ও সুবিধাজনক অবস্থানে থাকেন।সেই হিসেবে লেবার দলের প্রার্থী সাদিক খান এবং কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মীথ ভোটের মাঠে জাতীয় রাজনীতির আলোকে লন্ডনারদের জন্য নিজেদের পরিকল্পনা নতুন নতুন করে উপস্থাপন করছেন।

 

লন্ডনের ক্লিন এনার্জি নিয়ে আজ সাদিক খান যা বলেছেন তারই আলোকে আজকের এই রিপোর্ট। আগামীকাল থাকছে- কেন্দ্রীয় সরকার থেকে লন্ডনের বাজেট ও সাহায্যের আলোকে চ্যান্সেলর জর্জ অসবর্ন কর্তৃক জ্যাক গোল্ডস্মীথের মেয়র শিপের  ব্যাপারে নিজের যে বক্তব্য উপস্থাপন করেছেন- সেই রিপোর্ট।

 

সাদিক খান চান জিরো কার্বন এমিশন- সেজন্যে তিনি আবেদনও করেছেন।তিনি আরো বলেছেন, লন্ডনের আগামীর মেয়র হবে গ্রিন এনার্জি মেয়র।

 

সাদিক খান বলেছেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন, তাহলে ২০৫০ সালের মধ্যে লন্ডন হবে কার্বন দুষে মুক্ত- ক্লিন এনার্জি লন্ডন। তিনি বলেছেন, লন্ডন হবে লেবার দলের দ্বারা পরিচালিত অন্যান্য শহরের ন্যায়- যেমন ১০০ভাগ ক্লিন এনার্জি শহর নিউ ক্যাসল, লিডস, নটিংহাম, গ্লাসগো, ঠিক তেমনি ।

 

গত সোমবার রয়াল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিট্যাক্ট এর সমাবেশে সাদিক খান বক্তৃতা দিতে গিয়ে উপরোক্ত ওয়াদা ও আশাবাদ ব্যক্ত করেছেন।

 

উল্লেখ্য আইপিপিআর এর থিংক ট্যাংকের রিপোর্ট অনুযায়ী ব্রিটেনের অন্যান্য শহর ও বিশ্বের প্রধান শহরগুলোর তুলনায় লন্ডনের বাতাস মাত্রাতিরিক্ত পরিমানে ক্লিন এনার্জির পেছনে পড়ে আছে। ১৯৯০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৬০% কার্বন দূষণ মুক্ত করার কথা থাকলেও সিটি হল তা করতে ব্যর্থ হয়েছে বলে ক্যাম্পেইনরা দাবী করেছেন।

 

zacgoldsmithকনজারভেটিভের প্রার্থী জ্যাক গোল্ডস্মীথ ইতোমধ্যেই গ্রিন ইস্যুতে নিজের প্রার্থীতা ঘোষণা করলেও এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও তিনি যোগদান করেননি, তবে এই অনুষ্ঠানের সফলতা কামনা ও গ্রিন এনার্জির ক্যাম্পেইনকে স্বাগত জানিয়েছেন ।

 

সাদিক খান অনুষ্ঠানে প্রশ্ন উত্থাপন করে বলেন, ১০০% গ্রিন এনার্জির শহর সিডনী, নিউ ইয়র্ক এবং কোপেনহেগেন সক্ষম হলে লন্ডন কেন নয় ? তিনি বলেন আমরা ইতিমধ্যেই ২০২৫ সালের কার্বন এমিশনের টার্গেট ফল করেছি।আমি চাই লন্ডনের মেয়র হতে এবং গ্রিন এনার্জির মেয়র সব সময়ের জন্যে হতে।

 

ক্যাম্পেইনে গ্রিন পার্টির প্রার্থী সিয়ান ব্যারি ১০০% টার্গেটের ওয়াদা করেন এবং লিবারেল ডেমোক্রেট প্রার্থী ক্যারোলাইন পিগোয়েন ক্যাম্পেইনকে স্বাগত জানান।

 

জ্যাক গোল্ডস্মীথ ক্যাম্পেইন স্বাগত জানিয়ে বলেন, ১০০ ভাগ লন্ডনের জন্য ১০০ ভাগ ক্লিন এনার্জি প্রয়োজন। আমি ১০০ ভাগ ক্লিন এনার্জি এই ক্যাম্পেইনকে স্বাগত জানাই।

sa56ফুটনোটঃ লন্ডন মেয়র নির্বাচন নিয়ে নির্বাচন পূর্ব পর্যন্ত নারীতে প্রকাশিত হবে ধারাবাহিক রিপোর্ট। আপনার মতামত, জরিপের ফলাফল, ম্যাসেজ অথবা মেয়র নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন, ভিডিও, অডিও ম্যাসেজ কিংবা মতামত প্রকাশে যোগাযোগ করুনnarieditor@gmail.com,  আপনার মতামত ইংরেজি কিংবা বাংলায় যে ভাষাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন- সেভাবে দিতে পারেন। আমরা আপনার পছন্দের অপশন অনুযায়ী প্রকাশ করবো।

**পূর্বানুমতি ব্যাতিরেকে এই সংবাদ কপি করা যাবেনা।তবে অনুমতি নিয়ে প্রকাশ করতে কোন বাধা নেই। অথবা সূত্র হিসেবে নারী উল্লেখ করে অন্য কোথাও এই সংবাদপ্রকাশ, পূণঃপ্রকাশ কিংবা মুদ্রন করা যাবে।কপি রাইটকৃত সংবাদ করা যেতে পারে, কপিরাইট-সেলিম@২০১৫।** 

প্রথম পর্বের সংবাদের লিংক- কপি করে দেখার জন্য-

http://www.nariasianmagazine.com/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95/

দ্বিতীয় পর্বের সংবাদের লিঙ্ক-

http://www.nariasianmagazine.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%A8-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%95/

তৃতীয় পর্বের লিঙ্ক-

http://www.nariasianmagazine.com/%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8-%E0%A7%A6%E0%A7%A9%E0%A6%83-%E0%A6%B8/

 

নারী/নিউজ/ধারাবাহিক/লন্ডন মেয়র নির্বাচন/মে২০১৬/সেলিম আহমেদ/নভেম্বর/২০১৫

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *