লন্ডন নিউজ Archives - Website https://syedshahsalimahmed.com Wed, 10 Apr 2024 01:02:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 The beauty of nature: Subhe Sadiq in London(video) https://syedshahsalimahmed.com/archives/2419 Sun, 17 Mar 2024 23:27:25 +0000 https://syedshahsalimahmed.com/?p=2419 Photo been taken couple a weeks before(just before start Ramadan), it was really rainy winter very early in the morning, rain was stop for a while just after fajar prayer, sky was glittering beautifully , Alhamdulillah. Subhe sadiq still going on in the london sky. Sky was shining beautifully, its really amazing, you just reciting […]

The post The beauty of nature: Subhe Sadiq in London(video) appeared first on Website.

]]>
Photo been taken couple a weeks before(just before start Ramadan), it was really rainy winter very early in the morning, rain was stop for a while just after fajar prayer, sky was glittering beautifully ,

Beuty of nature in the subhe sadiq time in london

Alhamdulillah.

Subhe sadiq in london photo salim

Subhe sadiq still going on in the london sky. Sky was shining beautifully, its really amazing, you just reciting quran or tasbeh to glorify the Allah, the creator, the masters of the Master of entire universe, the one and only “Allah” creating His sky beutifully with magnificent multi coloured, subhanaAllah.

 

ঈদ মোবারক

https://fb.watch/rlDEBAnNSI/

 

The post The beauty of nature: Subhe Sadiq in London(video) appeared first on Website.

]]>
ঐতিহাসিক হাগিয়া সোফিয়াতে (আয়া সোফিয়া) সাত দিন https://syedshahsalimahmed.com/archives/2368 Wed, 27 Dec 2023 00:47:28 +0000 https://syedshahsalimahmed.com/?p=2368 সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন থেকে   তুরস্কের ইস্তানবুল- ইউরোপ এশিয়ার সংযোগস্থল যা বসফরাস প্রণালীর পানির তীরে প্রায় ১৫ মিলিয়নেরও অধিক লোকের বসবাস। সারাক্ষণ বলতে গেলেই ব্যস্ত থাকে। এর সব কটা সড়ক, মহাসড়ক, মোটরওয়ে কিংবা ছোট রাস্তা সবই অনবরত মোটরযান ছুটে চলায় সরব থাকে রাত দিন। এ যেন নির্ঘুম এক শহর-যে কখনও ঘুমায়না। রাত তিনটার […]

The post ঐতিহাসিক হাগিয়া সোফিয়াতে (আয়া সোফিয়া) সাত দিন appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন থেকে

 

তুরস্কের ইস্তানবুল- ইউরোপ এশিয়ার সংযোগস্থল যা বসফরাস প্রণালীর পানির তীরে প্রায় ১৫ মিলিয়নেরও অধিক লোকের বসবাস। সারাক্ষণ বলতে গেলেই ব্যস্ত থাকে। এর সব কটা সড়ক, মহাসড়ক, মোটরওয়ে কিংবা ছোট রাস্তা সবই অনবরত মোটরযান ছুটে চলায় সরব থাকে রাত দিন। এ যেন নির্ঘুম এক শহর-যে কখনও ঘুমায়না। রাত তিনটার দিকেও যদি এর সড়ক, মোটরওয়ে কিংবা ছোট অলি গলিতে ঢু মারেন তবে লোকে সরব উপস্থিতি চোখে পরার মতো। সব কটা ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে নানান পসরার খাবারের দোকানগুলো উপচে পরা ভীড় পরিলক্ষিত হয়। ইস্তানবুল নানা কারণে বিখ্যাত হয়ে আছে। এর আদি নাম ছিল কনস্টান্টিনোপল, যা থেকে পরবর্তীতে ইস্তানবুল নামে প্রসিদ্ধি লাভ করলেও আজও কনস্টান্টিনোপল নামও সমানভাবে উচ্চারিত হয়।

আয়া সোফিয়া মসজিদের মূল মিম্বরের ভিতরে নামায শেষে

সমগ্র ইস্তানবুলে এতো সুন্দর সুন্দর বিশাল মসজিদ এবং প্রাগৈতিহাসিক যুগের ইমারত রয়েছে, যা আপনাকে নিয়ে যাবে এর ঐতিহাসিক স্মৃতিমন্থনে এবং গুরুত্বে ভাবনা খোরাক জোগাবে প্রতিনিয়ত। খ্রিস্টান, অর্থোডক্স, বাইজাইন্টান, ব্রিটিশ, স্পেন সাম্রাজের অনেক পুরনো ভবন আদি এবং অকৃত্রিম এবং ভঙ্গুর অবস্থায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যা দেখলে তুরস্কের নানা পর্যায়ের যুদ্ধ করে জয়ের ইতিহাস অনায়াসে স্মৃতিপটে ভেসে উঠে।

 

ইস্তানবুলের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ যে কটা ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হাগিয়া সোফিয়া বা তার্কিশ ভাষায় আয়া সোফিয়া সর্বাধিক খ্যাত। প্রতিদিন আয়া সোফিয়া দেখার জন্য লক্ষ লক্ষ ভিজিটর সারা বিশ্ব থেকে এখানে এসে জড়ো হন এবং সারাক্ষণ নানান ধর্মের বিশেষ করে অর্থোডক্স এবং মুসলিম দর্শনার্থীদের সমান সরব  উপস্থিতি লক্ষণীয়।

মসজিদের ভিতর নামায শেষে যখন দর্শনার্থীদের জন্য খোলে দেয়া হবে

৩৬০ এডিতে  বাইজাইন্টান সম্রাট কনস্টান্টিনিয়াস ১ এই হাগিয়া সোফিয়া নির্মাণ করেন। শুরুতে এটা কাঠের তৈরি ছিলো। এর আর্কিটেকচারাল ডিজাইন এবং নির্মাণ শৈলি এতো অসাধারণ যা দর্শনার্থী ছাড়াও সারা বিশ্বের স্থাপত্যশৈলিদের বিমুগ্ধ করে। নিজেদের মধ্যেকার মারামারি আর আগুনে ৪০৪ এডিতে ভস্মিভুত হলে হাগিয়া সোফিয়া দ্বিতীয়বার  রাজা থিওডোসিস টু পূণনির্মাণ করেন। এরপরেও হাগিয়া সোফিয়া আরও বেশ কয়েকবার ধ্বংস হওয়ার প্রেক্ষিতে বার বার নতুন করে নির্মাণ করতে হয়েছিলো।

ভিতরের ওয়ালের উপরে ঠিক উল্টোদিকেই আছে অর্থডোক্সদের ক্যালিগ্রাফি

প্রায় ২০০ বছর পর ১৪৫৩ তে অটোমান সাম্রাজ্যের  ফাতিহ সুলতান মেহমুদ যখন কনস্টান্টিনোপল জয় করেন তখন মুসলমানদের প্রাণকেন্দ্র এই হাগিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। পরবর্তীতে সুলতান সোলেইমান  এবং সুলতান মুরাদ টু এর ভিতরের মেহরাব, মিনার নির্মাণ ও সংস্কার করেন।

এর ভিতরে ছাদের উপরে এখনো খ্রিস্টান অর্থোডক্স চারটি ক্যালিগ্রাফি রয়ে গেছে, যার পাশে চার মিনারে রয়েছে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম বড় বড় করে স্বর্ণখচিত খোদাই করে লেখা রয়েছে।

 

ভিতরে আযানের সময় হলে পাচ ওয়াক্ত নামায জামায়াতের সাথে পড়া হয়। আযান যখন পড়ে তখন অন্য ধর্মের পর্যটক নারী পুরুষদের জন্য গেইট নিরাপত্তাবাহিনীর সদস্যরা বন্ধ করে দেন। তখন কেবল মাত্র মুসলমানেরা যাতায়াত করতে পারেন নামাযের জামায়াতের জন্য।

নবীজীর সেই হাদীস আয়া সোফিয়ার প্রধান প্রবেশ পথের পিলারে, ছবি সৈয়দ শাহ সেলিম আহমেদ

আয়া সোফিয়ার প্রধান ফটকের পিলারের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের বাণী খোদাই করে লেখা রয়েছে, যেখানে নবীজী বলেছেন, কনস্টান্টিনোপল জয়ের অধিনায়ক,সেনাপতি সে কতোইনা সৌভাগ্যবান হবে যে এই কনস্টান্টিনোপল জয় করবে।

 

আয়া সোফিয়ায় একেবারের উপরে বাইরের অংশে রাতের বেলা অন্ধকার চাদের রস্মিভেদ করে ইলেক্ট্রিক ব্যবস্থায় রাতের সময়ে জ্বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, যা পর্যটকদের বিমোহিত করে।

আয়া সোফিয়ায় রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ

আয়া সোফিয়া ঘিরে নানা পদের খাবারের দোকান আশে পাশে এবং আয়া সোফিয়া ও ঐতিহাসিক ব্লু মস্কের মাঝামাঝি সুন্দর পরিপাঠি করে সাজানো মনোরম বাগান ও পার্কের মধ্যে সারাক্ষন পর্যটকদের ভীড় লেগেই থাকে। ঐতিহাসিক ব্লু মস্কে আয়া সোফিয়ার ঠিক বিপরীত দিকে হওয়ায় রাতের বেলা পার্ক থেকে জনসাধারণের উপভোগের জন্য রয়েছে লাইট এন্ড সাউন্ড সিস্টেম যা ব্লু মস্কের অসাধারণ সৌন্দর্যকে নানান রঙের আলোয় সাজিয়ে পর্যটকদের কাছে আকর্ষিত করা হয়। ২০২০ সালে তার্কিশ স্টেট কাউন্সিল এবং প্রেসিডেন্ট এরদোগান আয়া সোফিয়াকে পূণরায় মসজিদ হিসেবে রিক্লাসিফাইড করেন। এখানে কো্ন ডোনেশন প্রদানের ব্যবস্থা নেই, তবে সাহাবী আইয়ূব আল আনসারির রওজা ও মসজিদে ডোনেশন গ্রহণের ব্যবস্থা রয়েছে অফিসিয়ালভাবে।

ব্লু মস্ক এবং পার্ক, আয়া সোফিয়া থেকে, ছবি সৈয়দ শাহ সেলিম আহমেদ

আয়া সোফিয়া থেকে আরেক ঐতিহাসিক তাকসীম স্কোয়ারের দূরত্ব খুব বেশী নয়। সেখানে সব কটা ব্যবসা প্রতিষ্ঠান সারারাত পর্যটকদের উপচে পরা ভীড়, লোকে লোকারন্য থাকে।

 

আয়া সোফিয়া থেকে কিছু দূরেই সুলতান আইয়ূপ তথা রসূলের সাহাবী হযরত আইয়ূব আল আনসারীর রওজা এবং মসজিদ রয়েছে। সেখানেও পর্যটকদের ভীড় সব সময় লেগে থাকে।

তাকসীম স্কোয়ারে পেছেনে জামে মসজিদ

আয়া সোফিয়া থেকে ইস্তানবুলের আধুনিক এবং সব চাইতে বৃহৎ নির্মাণশৈলির বড় মসজিদ, যা ইস্তানবুলের যেকোন জায়গা থেকে দেখা যায় মসজিদটি যেন ঠিক আকাশের মধ্যে লেগে আছে। যার নির্মাণশৈলি, স্থাপত্য এবং এর ভিতরের কারুকাজ আপনাকে বিমোহিত করবেই। মসজিদের প্রবেশ পথে যখন দাড়াবেন তখন ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাবেন পুরো ব্যস্ত ইস্তানবুল সিটি আপনার নজর কাড়বে।

The post ঐতিহাসিক হাগিয়া সোফিয়াতে (আয়া সোফিয়া) সাত দিন appeared first on Website.

]]>
ইস্তানবুল টুপকাপি প্যালেস মিউজিয়ামে নবীজীর চুল, জুতা মোবারক ও নবী পরিবারের স্মৃতি সংরক্ষণাগার পরিদর্শন https://syedshahsalimahmed.com/archives/2357 Mon, 25 Dec 2023 00:25:55 +0000 https://syedshahsalimahmed.com/?p=2357 সৈয়দ শাহ সেলিম আহমেদ, ইস্তানবুল থেকে তুরস্কের ইস্তানবুল সিটির ফাতিহ জেলার পূর্বে টুপকাপি প্যালেসে এক বিশাল মিউজিয়াম অবস্থিত। যেখানে রয়েছে অটোমান সাম্রাজের নানা ঐতিহ্য কীর্তি, একই সাথে এই টুপক্যাপি প্যালেসের এক ভবনেই রয়েছে বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারকের চুল, পায়ের স্যান্ডেল, জুতা-যা অত্যন্ত যত্নের সাথে মিউজিয়ামে সংরক্ষিত আছে। সর্বসাধারণের জন্য বিশেষ […]

The post ইস্তানবুল টুপকাপি প্যালেস মিউজিয়ামে নবীজীর চুল, জুতা মোবারক ও নবী পরিবারের স্মৃতি সংরক্ষণাগার পরিদর্শন appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ, ইস্তানবুল থেকে

তুরস্কের ইস্তানবুল সিটির ফাতিহ জেলার পূর্বে টুপকাপি প্যালেসে এক বিশাল মিউজিয়াম অবস্থিত। যেখানে রয়েছে অটোমান সাম্রাজের নানা ঐতিহ্য কীর্তি, একই সাথে এই টুপক্যাপি প্যালেসের এক ভবনেই রয়েছে বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারকের চুল, পায়ের স্যান্ডেল, জুতা-যা অত্যন্ত যত্নের সাথে মিউজিয়ামে সংরক্ষিত আছে। সর্বসাধারণের জন্য বিশেষ কাচের ভিতর বাক্সের মধ্যে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এই মিউজিয়ামেই আছে আম্মাজান হযরত ফাতেমা রাদিআল্লাহু আনহা এবং হযরত আলী রাদিআল্লাহু আনহুর বিবাহের কাপড়, ইমামা শরীফ এবং বিয়েতে রসূলের দেয়া চেস্ট উপহার।

মহানবীর পবিত্র দাড়ি মোবারকের চুল

এ ছাড়া হযরত শিশ আলাইহি ওয়াসাল্লাম এর সেই বিশেষ স্বর্ণ খচিত হাতের বর্ম, হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের দ্বারা লোহার তৈরি তলোয়ার এবং এর কারু কার্যখচিত বিশেষায়িত লৌহ প্রদর্শনের জন্যো রয়েছে। এখানেই রয়েছে অটোমান সাম্রাজ্যের নানা কীর্তি সংগ্রহশালা। সম্রাটের মেহমান খানা এবং রয়েছে হেরেমখানা।

মহানবীর পায়ের স্যান্ডেল ও জুতা মোবারক

প্রায় ১৫শ এবং ১৯ শতাব্দিতে এই টুপক্যাপি প্যালেস মূলত ছিলো অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক ভবন এবং সুলতানের প্রাসাদ ভবন হিসেবেও ইতিহাসে প্রসিদ্ধ রয়েছে। সমগ্র ইস্তানবুলে ছড়িয়ে ছিটিয়ে  আছে ৩০০টির মতো মিউজিয়াম, যার মধ্যে এই টুপক্যাপি প্যালেস মিউজিয়াম হলো ইস্তানবুলের মধ্যে সব চাইতে বেশি পর্যটক প্রতিদিন ভিজিট করেন। এখানে প্রবেশ এবং বের হওয়ার সময় আপনাকে অতিরিক্ত সময় হাতে নিয়ে যেতে হবে-দীর্ঘ লাইন অপেক্ষা করা লাগবে।

বিভিন্ন রাজ্যে ইসলামের দাওয়াত দিয়ে লেখা মহানবীর চিঠি

১৪৫৩ সাল থেকে সুলতান মেহমুদ এই প্যালেস দখলে নেয়ার পর পরই বসবাস করতে থাকেন এবং ১৪৮১ সালে এখানেই তিনি মৃত্যু বরন করেন।

টুপক্যাপি প্যালেস মিউজিয়ামের মূল প্রবেশ মুখ

বিশাল কম্পাউন্ডে যেদিকে চোখ যায় খুব সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে বিশাল এই মিউজিয়াম অঙ্গন। এর গেইটের একদিকে রয়েছে আয়া সোফিয়ার পেছনের অংশ ও ঐতিহাসিক গ্র্যান্ড বাজার এবং ব্লু মস্ক। অপর অংশে রয়েছে আয়া সোফিয়ার দিকে যাওয়ার রাস্তা, যেখান থেকে উঠলে আপনাকে অনেক উচু রাস্তা বেয়ে উঠতে হবে এবং হাটতে হবে প্রায় ২০ থেকে ২৫ মিনিট।

হযরত ফাতেমা রাদিআল্লাহু আনহার বিয়ের পোশাক এবং বিয়েতে নবীজীর দেয়া চেস্ট

মূল মিউজিয়ামের প্রবেশ পথের এক পাশে রয়েছে মিউজিয়ামের প্রবেশের পাস, হেরেমে প্রবেশের জন্য আপনাকে পৃথক চার্জ বা ফি দিতে হবে। বিশাল এই নিউজিয়াম ঘুরে দেখতে হলে আপনাকে কমপক্ষে সারা দিনের জন্য যেতে হবে। একদিনে পুরো মিউজিয়াম দেখে শেষ করা অনেকটাই অসম্ভব। সেজন্য সময় এবং সুযোগ নেয়ার জন্য আপনাকে শুরুতে মহানবীর স্মৃতিবিজড়িত এবং ইসলামের ইতিহাস ঐতিহ্যের কৃষ্টি সংস্কৃতি দেখার জন্য প্রথমেই মিউজিয়ামের ভিতরে ঢুকেই গার্ড বা পুলিশ কাউকে জিজ্ঞেস করে সোজা ভিতরের প্রথম দুটো মহল বা ভবন ডিঙ্গিয়ে বাম দিকের কোনার ভবনের দিকে হেটে নবীজীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক চুল ও জুতা মোবারক দেখার জন্য ঢুকে যাবেন। তাতে আপনার মিউজিয়ামে আসার প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

নবীজীর চুল মোবারক

কারণ এই মিউজিয়াম নানা গেইট এবং নানা পর্ষদে বিভক্ত, বিভিন্ন গেইটের রয়েছে নানা নামও।  ভিতরের তৃতীয় কোর্ট ইমপেরিয়াল ট্রেজারিতে রয়েছে সুলতানের নানা অবিস্মরণীয় কীর্তির সংগ্রহ শালা, সুলেমানি সোর্ড সহ আরও অনেক ঐতিহাসিক সংগ্রহ। সুলতানের হেরেম রয়েছে ওয়েস্টার্ন সাইডের সেকেন্ড কোর্টে।

দাউদ আলাইহি ওয়াসাল্লামের লোহার তরবারি

টুপক্যাপি প্যালেস সামারে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকলেও উইন্টারে ৫.৩০ পর্যন্ত খোলা থাকে। আর প্রবেশ খরচ পরবে সর্বসাকুল্যে ৭৫০ থেকে ৮৫০ তার্কিশ লিরার মধ্যে।

Salim932@googlemail.com

The post ইস্তানবুল টুপকাপি প্যালেস মিউজিয়ামে নবীজীর চুল, জুতা মোবারক ও নবী পরিবারের স্মৃতি সংরক্ষণাগার পরিদর্শন appeared first on Website.

]]>
আমার স্কুল-সৈয়দপুর হাই স্কুলে যেভাবে বেড়ে উঠা https://syedshahsalimahmed.com/archives/2352 Sun, 24 Dec 2023 00:25:20 +0000 https://syedshahsalimahmed.com/?p=2352 সৈয়দ শাহ সেলিম আহমেদ     কোন প্রকারের ভনিতা না করে সরাসরি যে কথাটা না বললেই নয়, আমি বড় সৌভাগ্যবানদের মধ্যে একজন, যে সৈয়দপুর হাইস্কুলে লেখাপড়া করার বিরল এক গৌরবের অধিকারি। বিরল এই গৌরব এই কারণে যে, আমাদের সময়ে, যখন লেখাপড়ার প্রতি সমাজে জোক ছিল খুব নগন্য, গোষ্টী, দলবাজী, লাঠিবাজী, আর বিদেশ গিয়ে উপার্জন করাটাই […]

The post আমার স্কুল-সৈয়দপুর হাই স্কুলে যেভাবে বেড়ে উঠা appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ

 

 

কোন প্রকারের ভনিতা না করে সরাসরি যে কথাটা না বললেই নয়, আমি বড় সৌভাগ্যবানদের মধ্যে একজন, যে সৈয়দপুর হাইস্কুলে লেখাপড়া করার বিরল এক গৌরবের অধিকারি। বিরল এই গৌরব এই কারণে যে, আমাদের সময়ে, যখন লেখাপড়ার প্রতি সমাজে জোক ছিল খুব নগন্য, গোষ্টী, দলবাজী, লাঠিবাজী, আর বিদেশ গিয়ে উপার্জন করাটাই ছিল প্রাধান্য। আজকের মত যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন তেমন কিছুই ছিলনা। ছিলনা কম্পিউটর, ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড, মোবাইল, ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব-এসবের বালাই ছিলনা।মানুষের মধ্যে আজকের মত যান্ত্রিকতার প্রাধান্য ছিল নগন্য। বলা যায় ছিলইনা। টেলিফোনে যোগাযোগ ছিল বেশ কষ্টসাধ্য।তখন কেবল টেলিগ্রাম(সাদা একখান কাগজে ছোট্র দু হরফ, আর ডাক যোগে চিঠির আধিক্য ছিল প্রচুর। ডাক বিভাগই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। আর এখনকার মত গুগলে এক ক্লিকে সারা বিশ্বের সর্বশেষ খবর যেভাবে জানা যায়, তথ্যের আদান প্রদান যেভাবে সহজে করা যায়, নোটস, ফুট নোটস, রেফারেন্স, জার্ণাল, বুক যেভাবে সহজে পাওয়া যায় ক্লিকের নাগালে, সেরকম কোন কিছু ছিলনা আমার সৈয়দপুর হাই স্কুলে।

 

তবে সে সময়ে যা ছিল, আমার ছোট্র মনে সেদিন যা দাগ কেটেছিল, যাদের সাহচর্যে জ্ঞান বিজ্ঞানের দার আমাদের দারগোড়ায় এসে পৌছেছিল অবলীলায় এবং সহজে, যাদের কথা না বললেই নয়, তাদের মধ্যে হেড মাস্টার আব্দুল মতিন স্যার,  মোহাম্মদ হাবিবুর রহমান, নজমুল হোসেন চৌধুরী মাস্টার, জসীম উদ্দীন, মোহাম্মদ জহীরুল হক, মোহাম্মদ মমতাজ, শামসুল ইসলাম, মুনীর হোসেন, সিরাজ উদ্দীন, আব্দুস সামাদ, বশীর আহমেদ বিএসসি, এস এম সোলায়মান, সুখেন কুমার সাহা, আব্দুল হক, মাওলানা আমীরুল ইসলাম অন্যতম। যাদের অক্লান্ত পরিশ্রম আর নিরলস প্রচেষ্টার ফলে তখনকার সময়ে সৈয়দপুর হাই স্কুল জ্ঞান গরিমা, খেলা ধুলা, শরীর চর্চা, সর্বক্ষেত্রে অভাববনীয় সাফল্য সৃষ্টি করে সমগ্র থানা জেলা ও মহকুমার মধ্যে এক ব্যতিক্রমধর্মী গৌরবের অধিকারি হয়ে উঠেছিল। আমাদের সময়ে স্কুলের পরীক্ষা ও বোর্ড পরীক্ষায় একটি গ্রামীণ পরিবেশের স্কুল রেকর্ড সৃষ্টি করে তাক লাগিয়ে দেয়ার মত ঘটনাগুলো ছিল মুখে মুখে। ছাত্র ছাত্রীদের গ্রামের সকল লোকজন এবং গ্রাম ছাড়িয়ে আশে পাশের সকলেই অত্যন্ত স্নেহ এবং সমীহের চোখে দেখতেন, যা ছিল আমাদের সময়ে এক শ্রেষ্ট পাওনা।

(চ্যানেল আই ইউকে ইউরোপের  আমার এক্সক্লূসিভ অনুষ্ঠানে তখনকার প্রেস মিনিস্টার নাদিম কাদির)

আমার স্ক্ল সৈয়দপুর হাই স্কুলে ম্যানেজম্যান্ট কমিটির সকলেই ছিলেন অত্যন্ত আন্তরিক এবং ছাত্র ছাত্রীদের জ্ঞান বিজ্ঞান অধ্যয়নের জন্য সহায়ক এক শক্তি। ম্যানেজম্যান্ট কমিটির প্রয়াত সৈয়দ আমীরুল ইসলাম ফখরুল, প্রয়াত সৈয়দ আর্জুমান্দ আলী, প্রয়াত সৈয়দ আব্দুল মান্নান মাষ্টার, প্রয়াত আমার পিতা সৈয়দ জাহাদার মিয়া, খালিক মিয়া চেয়ারম্যান, প্রয়াত মল্লিক সিদ্দেক আহমদ সকলেই ছিলেন স্কুলের লেখা পড়া এবং স্কুল সুষ্টুভাবে পরিচালনায় অত্যন্ত আন্তরিক। সৈয়দ আমীরুল ইসলাম ফখরুল মাঝে মধ্যে স্কুল ক্লাস চলাকালীন সময়ে হাজির হয়ে ছাত্র ছাত্রীদের সমসাময়িক বিষয়ে প্রশ্নের উত্তর জানতে চাইতেন, যা অনেককেই  জ্ঞান আহরনে অনুপ্রাণীত করতো।

 

আমার তথ্যের মধ্যে যদি কোন অতিরঞ্জিত না হয়ে থাকে এবং আমি যদি ভুল না করে থাকি, তবে যতটুকু মনে পড়ে, ষষ্ট শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে ১ অথবা ২ নম্বর আমি এবং আমার প্রয়াত বন্ধু আব্দুস সবুরের মধ্যে হতো। শিক্ষকবৃন্দও প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন কিভাবে আমাদের দুজনের একজনকে সামান্য কম নম্বরে হলেও রেজাল্টে প্রথম স্থান আটকে দেয়া যায়-উত্তরপত্র অত্যন্ত নিখুতভাবে দেখার কথা বার বার আমাদের দুজনকে এমনভাবে ক্লাসে জানিয়ে দিতেন, যেন সারা বছরই আমরা দুজন লিপ্ত থাকতাম, কিভাবে ভুল ভ্রান্তি এড়িয়ে গিয়ে কত বেশী নতুন তথ্যের সমারোহ উত্তরপত্রে করা যায়। এ ক্ষেত্রে আমাদের ইংরেজির শিক্ষক হেড টিচার প্রয়াত মোহাম্মদ হাবিবুর রহমান  এবং ভুগোলের শিক্ষক সিরাজ উদ্দিন স্যার অসাধারণভাবে ছাত্র ছাত্রীদের প্রেষিত করতেন দারুণভাবে। খেলাধুলার ক্ষেত্রে জসীম উদ্দীন স্যারের প্রচেষ্টায় থানা ও জেলা ব্যাপী বেডমিন্টন প্রতিযোগিতায় সৈয়দপুর হাইস্কুল কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারাটাও ছিল আমার স্কুল সৈয়দপুর হাই স্কুলের আরো এক গৌরবের উপাখ্যান মাত্র।

 

আবহাওয়া এখনকার মত এতো দরদী ছিলনা। শীতকালে যেমন প্রচন্ড ঠান্ডা ছিল, গরমে তখন অসম্ভব গরম পরত। টিনের স্কুলের ক্লাস্রুম গরমে তখন আমরা অতীষ্ট হতাম। প্রচন্ড গরমে টিউবওয়ে্লের পানি পান করা ছাড়া সেসময় ব্রেক টাইমে কোন কিছু খাওয়ার ব্যবস্থা স্কুলে ছিলনা।  আবার খাওয়ার জন্য বাড়ি কিংবা বাজারে গেলে নামাজের সময় চলে যেত, যা ইসলামী শিক্ষার স্যার পরের ক্লাসে কৈফিয়ত চাইতেন, শাস্তিও পেতে হত। এমনি সময়ে আমার স্কুলে বেড়াতে এলেন লন্ডন প্রবাসি সৈয়দ খালেদ মিয়া অলিদ। ম্যানেজম্যান্ট কমিটির অন্য সদস্যদের ফাঁকে হেড টিচারের সামনে লন্ডন প্রবাসি সৈয়দ খালেদ মিয়ার দৃষ্টি আকর্ষণ করলে তিনি নিজ উদ্যোগে গ্রামেরই রজব আলীকে স্থানীয় ফান্ড সরবরাহ করে ছোট খাটো দোকানের ব্যবস্থা করে দিলেন, যাতে স্কুল ব্রেকের সময়ে ছাত্র ছাত্রীরা চা বিস্কিট  এবং সেই সাথে শিক্ষকদের জন্যো চায়ের সুন্দর এক ব্যবস্থা চালু হল। সেজন্য ধন্যবাদ দিয়ে সৈয়দ খালেদ মিয়া অলিদকে খাটো করতে চাইনা।

(নানা বাড়িতে মামা প্রয়াত সৈয়দ শাহ কামাল চৌধুরীর সাথে)

আমাদের সময়ে স্কুলে পড়া লেখার পাশাপাশি অন্যান্য শিক্ষমূলক কর্মকান্ড ছাত্র ছাত্রী এবং শিক্ষকবৃন্দ মিলে যৌথভাবে পালিত হত। আমার জানা মতে, আমাদের সময়ে আমরা সাদা কালো বিটিভির বিতর্ক প্রতিযোগিতা অনুসরন করে আমাদের স্কুলে সমসাময়িক ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হতো। সেজন্য বিজয়ীদল ও দলনেতাকে পুরষ্কৃত করা হত, স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার সময়ে সেরা তার্কিক হিসেবে জাতীয় দিবসের উপর বক্তব্য রাখার সুযোগ জহীরুল হক সরকার স্যার এবং জসীম উদ্দীন স্যার চালু করেছিলেন।

 

সৈয়দপুর বাজারে তখন বিশাল কাপডের (দোকান) ব্যবসা আমার পিতা মরহুম সৈয়দ জাহাদার মিয়া যেমন করতেন, তখন তেমনি আরো একজন কাপড়ের ব্যবসা করতেন, তিনি হলেন ইলিয়াস দাদা। বাবার ব্যবসায়ের সুবাদে আমাদের দোকানে এবং তৎসংলগ্ন স্থানে, আমাদের স্কুলের গন্ডীর বাইরেও আমাদের সময়ে আমরা বেশ রিচ এক সাংস্কৃতিক পরিবেশ পেয়েছিলাম। স্কুলের নানান জাতীয় অনুষ্ঠান ছাড়াও স্কুলের বাইরে ছুটির দিন এবং বিকেল বেলা খেলাধুলার পাশাপাশি ওবায়দুল হক মসনু, আহমদ ময়েজ, রফিকুল বারী, প্রয়াত সৈয়দ আশরাফ আহমেদ, প্রয়াত মল্লিক সিদ্দেক আহমেদ(যিনি বয়সের ব্যবধানে অনেক বড় হয়েও আমাদের সাথে সাহিত্য সংস্কৃতির আড্ডায় মিলিত হয়ে অনুপ্রাণীত করতেন), সৈয়দ রফিকুল হক, সহ বেশ কিছু সংস্কৃতিমনা তরুণ আমাদেরকে ঘিরে সাহিত্য সংস্কৃতি ও কাব্য কবিতা সংস্কৃতির চর্চার বিতর্ক জমিয়ে রাখতেন।

আমার এই স্কুল- স্কুল জীবন থেকেই আমাকে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুপ্রেরণা যুগিয়েছিল। আর সেই প্রেরণায় নিত্য সঙ্গী ছিলেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ শাহীন আহমেদ, আব্দুল হাই, এডভোকেট শায়েখ আহমেদ, মল্লিক সোহেল আহমেদ, সৈয়দ মোহাদ্দিস আহমেদ, মল্লিক শাকুর ওয়াদুদ, সালেহ আহমেদ রাণু, সহ আরো অনেকেই। সৈয়দ পুর হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে অধ্যয়নের ফলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন পড়ার সৌভাগ্য হয়েছিল, তেমনি আমিই সৈয়দপুর হাই স্কুল এবং সৈয়দপুর তথা গোটা থানা থেকে প্রথম এবং সম্ভবত এখন পর্যন্ত একমাত্র ছাত্র যে ডাকসুতে সরাসরি নির্বাচনে  রেজা আরিফ সেলিম পরিষদে নির্বাচনের গৌরবের অধিকারি। শুধু তাই নয়, এই সৈয়দপুর হাইস্কুলই আমাকে আজকের এই পড়ন্ত বেলায়ও ইংল্যান্ডের বিখ্যাত এবং প্রেস্টিজিয়াস গ্রিনউইচ ইউনিভার্সিটিতে রিসার্চের সুযোগ এনে দিয়েছে। সেজন্য আমি আমার কৈশোর যৌবনের শিক্ষার নীড় সৈয়দপুর হাই স্কুল আজকে ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী পালন করছে, আর আমি সেই ৫০ বছরে আমার স্কুলের জীবন্ত স্বাক্ষী হতে পেরে নিজেকে আরো বেশী গৌরবান্বিত মনে করছি। আল্লাহপাকের দরবারে সেজন্য লাখোশুকরিয়া জ্ঞাপন করছি। আমার স্কুল সৈয়দপুর হাই স্কুল আরো সামনে দিকে এগিয়ে যাক, জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ট বিদ্যাপীঠে পরিণত হয়ে সমগ্র এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিক- এই আমার চাওয়া, এই আমার প্রার্থনা।

(লেখকঃ প্রাক্তন ছাত্র, লন্ডন প্রবাসী সাংবাদিক, সাবেক নিউজ এডিটর-বেতার বাংলা, সাবেক চীফ রিপোর্টার -চ্যানেল আই,প্রধান সম্পাদক– দ্য লন্ডন টাইমস । এনএইচএস এর পার্মানেন্ট স্টাফ)।

The post আমার স্কুল-সৈয়দপুর হাই স্কুলে যেভাবে বেড়ে উঠা appeared first on Website.

]]>
কেন শিনজো আবেকে হত্যা করা হয়? https://syedshahsalimahmed.com/archives/2304 Sat, 09 Jul 2022 17:07:55 +0000 https://syedshahsalimahmed.com/?p=2304 সবাইকে ঈদ মোবারক। আমন্ত্রণ আলোচিত সংবাদ বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান টিএলটি পডকাষ্টে। আজকের প্রসঙ্গ কেন শান্তির দেশ জাপানে শিনজো আবেকে হত্যা করা হয়? তার আগে সারা বিশ্বের আজকের সংবাদের টুকিটাকি- বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন। সেখানে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যরা […]

The post কেন শিনজো আবেকে হত্যা করা হয়? appeared first on Website.

]]>
সবাইকে ঈদ মোবারক। আমন্ত্রণ আলোচিত সংবাদ বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান টিএলটি পডকাষ্টে। আজকের প্রসঙ্গ কেন শান্তির দেশ জাপানে শিনজো আবেকে হত্যা করা হয়?

তার আগে সারা বিশ্বের আজকের সংবাদের টুকিটাকি-

বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন। সেখানে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যরা গোটাবায়া রাজাপাকসেকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছেন। বিক্ষুদ্ধদের মোকাবিলায় তারা খোলা আকাশে গুলি ছোড়ে।প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হানার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক বলে দলীয় নেতাদের জানিয়েছেন। তিনি একটি সর্বদলীয় সরকারের দায়িত্ব গ্রহণের পথ তৈরি করতে আগ্রহী।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে।করোনা মহামারি সামলে এ বছর বিভিন্ন দেশে অনেকটাই বিধিনিষেধের আওতামুক্ত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন মুসল্লিরা। খোলা আকাশের নিচে আদায় করা হচ্ছে ঈদের জামাত।ফিলিস্তিনে পবিত্র আল–আকসা মসজিদে পশ্চিম তীরের মুসল্লিরা আদায় করেন পবিত্র ঈদুল আজহার নামাজ। এতে অংশ নিতে দেখা গেছে হাজারো ফিলিস্তিনিকে।মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিসর ও জর্ডানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি শুরুর পর এবারই উন্মুক্ত স্থানে খুতবা ও জামাত অনুষ্ঠিত হয়েছে। ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে আজ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে।

 

কোরবানির সময়ে ভারতের ত্রিপুরার কোথাও যাতে ‘বেআইনিভাবে’ গরু, বাছুর, উট বা অন্য কোনও প্রাণী হত্যা না করা হয়, তার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।ত্রিপুরার প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী ভগবান দাস বিবিসিকে জানিয়েছেন, তারা কোরবানি বন্ধ করার কোনও নির্দেশ দেননি, তবে নিয়ম মেনেই পশু জবাই করতে হবে। এছাড়াও, তিনি বলেন, “অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত” যাতে না লাগে, সেটাও নিশ্চিত করতে হবে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষায় ৯৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

অসন্তুষ্টি থেকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলাকারী আগে থেকেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন। জাপানের পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে ঠিক কী কারণে হামলাকারীর অসন্তুষ্টি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। বিস্তারিত অডিওতে শুনুন-

……

১৯৯৫ সালে টোকিও পাতালরেলের কয়েকটি স্টেশনে উগ্রপন্থী ওম শিনরিকিওর চালানো সারিন গ্যাস হামলার ঘটনা মনে পড়ে। তবে দেশটির কোনো রাজনৈতিক নেতা বা বিশেষ কোনো রাজনৈতিক দল সেই হামলার লক্ষ্য ছিল না; বরং কিছুটা বিকারগ্রস্ত সেই উগ্রপন্থীরা নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নিজেদের ত্রাতা হিসেবে তুলে ধরার ভ্রান্ত চিন্তা থেকে এমন হামলা চালিয়েছিল। এর বাইরে তেমন কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড গত কয়েক দশকে জাপানে ঘটেনি।

আবে হত্যাকাণ্ডের পর কোনো কোনো বিশ্লেষক বলছেন, জাপানে গুলি করে ঘটনা শুধু বিরলই নয়, এটি সত্যিকার অর্থে সাংস্কৃতিকভাবে সাদৃশ্যপূর্ণও নয়।

অবশ্য এর আগে দুটি হামলার ঘটনা দেশজুড়ে আলোচনায় ছিল। প্রথমটি ঘটে ১৯৬০ সালের অক্টোবর মাসে টোকিওর কেন্দ্রস্থলের হিবিয়া এলাকার একটি নাগরিক মিলনায়তনে। ছুরি হাতে নিয়ে চরম দক্ষিণপন্থী এক তরুণ সেই সময়ের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল সমাজতন্ত্রী পার্টির নেতা ইনেজিরো আসানুমার ওপর মঞ্চে উঠে হামলা চালিয়ে তাঁকে খুন করেছিল। আসানুমাকে ছুরিকাঘাত করার সেই ছবি সারা বিশ্বে প্রচারিত হয়। হামলাকারীর চোখে আসানুমার অপরাধ ছিল, জাপান-মার্কিন সামরিক চুক্তির বিরোধিতা করা।

দ্বিতীয় ঘটনাটি এর ঠিক ৩০ বছর পর, ১৯৯০ সালে। সে সময় হামলাকারী ছিল একজন চরম দক্ষিণপন্থী জাতীয়তাবাদী। হামলায় নাগাসাকির সেই সময়ের মেয়র গুলিবিদ্ধ হন। হামলাকারীর দৃষ্টিতে মেয়রের অপরাধ ছিল, জাপানের সম্রাটের যুদ্ধাপরাধে জড়িত থাকা নিয়ে করা তাঁর মন্তব্য।

এর বাইরে জাপানে রাজনৈতিক সহিংসতা সেভাবে ঘটতে দেখা যায়নি।

……

রয়টার্স জানায়, আইনপ্রেণতা হিসেবে সর্বপ্রথম ২০০৬ সালে প্রথমবার জাপানের প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। সেবার মাত্র এক বছর ক্ষমতায় ছিলেন তিনি। ২০১২ সালে তিনি আবার ক্ষমতায় ফেরেন দ্বিতীয় মেয়াদে। ভঙুর অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে করা শান্তিবাদী সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা পান তিনি। একইসঙ্গে ঐতিহ্যবাহী মূল্যবোধ রক্ষার কথা বলেও মানুষের মন কাড়েন। ওই বছরের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আবের দল জয়ী হয়ার পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি। দুই বছরের মাথায় ২০১৪ সালের ডিসেম্বরে তিনি ‘আবেনোমিক্স’ বা ‘আবেতত্ত্ব’ চালু করেন যাতে বলা হয় দেশটির অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করবে। এরপর স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

কয়েক দশক ধরে সামরিক খাতে ব্যয় বাড়ানোর সাহসী পদক্ষেপ নেন আবে। ইন্দো–প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তি জোরদারে অগ্রণী ভূমিকা পালন করেন। এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত সামরিক জোট কোয়াড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাপানের এই প্রধানমন্ত্রী।

রয়টার্স জানায়, ১৯৫৪ সালের সেপে্‌টম্বরে টোকিওতে জন্ম নেওয়া আবের পরিবার আগে থেকেই জাপানের রাজনীতিতে বেশ প্রভাবশালী। তাঁর বাবা একসময় দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। নানা নবোসুকে কিশি ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। তাঁর পরিবারের আরও একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।বাবার মৃত্যুর পর আবে ১৯৯৩ সালে প্রথমবারের মতো এলডিপির টিকিটে এমপি নির্বাচিত হন। কয়েক দশক আগে পিয়ংইয়ংয়ের হাতে জাপানি নাগরিক অপহরণের ঘটনা নিয়ে প্রতিবেশী উত্তর কোরিয়ার বিষয়ে শক্ত অবস্থান তাকে দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।

……

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির স্কুল অব পাবলিক হেলথের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাপানে গুলিতে নয়জনের মৃত্যু হয়। আর সে বছর যুক্তরাষ্ট্রে গুলিতে নিহতের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৪০।

ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলের জাপানবিষয়ক পরিচালক ন্যান্সি স্নো বলেন, আবের এই গুলিতে নিহত হওয়ার ঘটনা জাপানকে অনেকটা পাল্টে দেবে।

স্নো সিএনএনকে বলেন, ‘জাপানে গুলি করে হত্যার ঘটনা শুধু বিরল নয়, এটি সত্যিকার অর্থে সাংস্কৃতিকভাবেও সাদৃশ্যপূর্ণ নয়। আমাদের দেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রে বন্দুকের যে সংস্কৃতি আছে, তা জাপানের সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এ সময়টায় বলার মতো কিছু নেই। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি।’

…….

স্বাধীনতার পর বাংলাদেশ-জাপানের সম্পর্কে যে ব্যক্তিটির ছোঁয়ায় ভালোবাসার প্রগাঢ়তা বেড়েছে, তিনি হলেন শিনজো আবে, এতে কোনো সন্দেহ নেই (সংকলিত)।

The post কেন শিনজো আবেকে হত্যা করা হয়? appeared first on Website.

]]>
কেবিনেটের ৪৬ এমপির পদত্যাগ, বড় বিপর্যয়ের মুখোমুখি জনসন https://syedshahsalimahmed.com/archives/2297 Thu, 07 Jul 2022 00:47:38 +0000 https://syedshahsalimahmed.com/?p=2297 প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় ঘন্টা বলা যায় বেজেই গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেবিনেট থেকে ৪৬ এমপি পদত্যাগ করেছেন। রাতে বরিস জনসন প্রভাবশালী মন্ত্রী মাইকেল গোভকে কেবিনেট থেকে সাক করেছেন। সব মিলিয়ে বরিস জনসনের জন্য বুধবার দিন এবং রাত এক বড় বিপর্যয়ের রাত পার করছেন। রাজনৈতিক পন্ডিতেরা বলছেন, আরও পদত্যাগ আসছে, বরিসের পক্ষে টিকে থাকা […]

The post কেবিনেটের ৪৬ এমপির পদত্যাগ, বড় বিপর্যয়ের মুখোমুখি জনসন appeared first on Website.

]]>
প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় ঘন্টা বলা যায় বেজেই গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেবিনেট থেকে ৪৬ এমপি পদত্যাগ করেছেন। রাতে বরিস জনসন প্রভাবশালী মন্ত্রী মাইকেল গোভকে কেবিনেট থেকে সাক করেছেন। সব মিলিয়ে বরিস জনসনের জন্য বুধবার দিন এবং রাত এক বড় বিপর্যয়ের রাত পার করছেন। রাজনৈতিক পন্ডিতেরা বলছেন, আরও পদত্যাগ আসছে, বরিসের পক্ষে টিকে থাকা অসম্ভব। কিন্তু বরিস জনসন বলছেন, তিনি পানি থেকে ভেসে উঠবেন-লড়াই চালিয়ে যাবেন।

টালমাটাল এক অবস্থায়, রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে দুঃসময়ে একা কীভাবেই বা তিনি কেবিনেটের এতো ক্যু মোকাবেলা করে টিকবেন-সেটাই এখন দেখার বিষয়।

কারণ আরও কেবিনেট মন্ত্রী পদত্যাগ করলে তাকে বিদায় নেয়া ছাড়া আর কোন গত্যন্তর নেই।

পাওয়ারফুল কমিটি ১৯২২ এক্সিকিউটিভ কমিটির ১৮ সদস্যকেও প্রভাবিত করার বা নতুন করে লেখার ক্ষমতা অর্জনের পথে বিদ্রোহী এমপি মন্ত্রীরা। যদি তাই হয় তাহলে ফের অনাস্থা ভোটের মুখোমুখীও হতে পারেন জনসন।

গুঞ্জন আর্লি ইলেকশনের কথাও বাতাসে উড়ছে।

আবার বিবিসি, আইটিভি, স্কাই সহ প্রভাবশালী মিডিয়ায় কনজারভেটিভ লিডারশিপ দৌড়ের কারও কারও নাম উল্লেখ করে রিপোর্টও প্রকাশিত হচ্ছে।

এমনি অবস্থা বরিস জনসন তার বাইওয়ান্ট ডিটারমিনেশন ম্যাজিক কতোটুকু টিকবে সেটাই এখন দেখার বিষয়।

The post কেবিনেটের ৪৬ এমপির পদত্যাগ, বড় বিপর্যয়ের মুখোমুখি জনসন appeared first on Website.

]]>
কেবিনেট মন্ত্রীরা অপেক্ষায়, জনসন শোড গো(ভিডিও) https://syedshahsalimahmed.com/archives/2291 Wed, 06 Jul 2022 17:05:31 +0000 https://syedshahsalimahmed.com/?p=2291 প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব এখন কঠিণ চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে পদত্যাগ করেছেন ৩৫ জন টোরি এমপি। গতকাল আচমকা ক্রিচ পিঞ্চার ইস্যুতে পদত্যাগ করেন সাজিদ জাভিদ এবং রিশি সোনাক। ইতোমধ্যে কেবিনেট মন্ত্রীরা  নতুন চ্যান্সেলর নাদিম জাহাভি সহ একদল প্রবীন নেতৃত্ব চীফ হুইপকে ১০ নম্বর ডাউনিং ষ্ট্রীটে পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলার জন্য। স্কাই নিউজ মনে করছে, […]

The post কেবিনেট মন্ত্রীরা অপেক্ষায়, জনসন শোড গো(ভিডিও) appeared first on Website.

]]>
প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব এখন কঠিণ চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে পদত্যাগ করেছেন ৩৫ জন টোরি এমপি। গতকাল আচমকা ক্রিচ পিঞ্চার ইস্যুতে পদত্যাগ করেন সাজিদ জাভিদ এবং রিশি সোনাক।

ইতোমধ্যে কেবিনেট মন্ত্রীরা  নতুন চ্যান্সেলর নাদিম জাহাভি সহ একদল প্রবীন নেতৃত্ব চীফ হুইপকে ১০ নম্বর ডাউনিং ষ্ট্রীটে পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলার জন্য। স্কাই নিউজ মনে করছে, কেবিনেট মন্ত্রীরা অপেক্ষায় প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য।

এদিকে সংসদীয় নির্বাচন কমিটির চেয়ারদের দ্বারা গঠিত  শক্তিশালী লিয়াজো কমিটির শুনানিতে বক্তৃতা দেয়ার সময় প্রধানমন্ত্রীকে এসএনপি এমপি অ্যাঙ্গাস ম্যাকনিল বলেন  গেইম ওভার বা “খেলা শেষ”। জবাবে ম্যাকনিলকে প্রধানমন্ত্রী বলেছেন আগামীকালও তিনি অবশ্যই থাকবেন।

এদিকে দলের ভিতরে এমপিদের দ্বারা প্রচন্ড চাপের মধ্যেও প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি আগামীকালও প্রধানমন্ত্রী হিসেবে আছেন।

ওয়েস্টমিনিস্টারের রাজনীতি এখন বলা যায় টাল মাটাল অবস্থানে। নাটকীয় যেকোন সংবাদ যেকোন সময় চলে আসতে পারে। জনসনের নেতৃত্ব টলটলায়মান, যদিও তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্রোহ ও চাপ সামাল দিতে।

The post কেবিনেট মন্ত্রীরা অপেক্ষায়, জনসন শোড গো(ভিডিও) appeared first on Website.

]]>
কেন এতো লোডশেডিং, সমাধান কী? https://syedshahsalimahmed.com/archives/2288 Tue, 05 Jul 2022 16:39:52 +0000 https://syedshahsalimahmed.com/?p=2288 ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে রাজশাহী বিভাগ, লোডশেডিংয়ের কবলে পাবনা শহরসহ গোটা জেলা। রাত ও দিনে আধা ঘণ্টা, এক ঘণ্টা পরপরই বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জাতীয় গ্রিড থেকে চাহিদামত বিদ্যুৎ না পাওয়ায় গত তিন দিন ধরে রাজশাহীর প্রত্যেক এলাকায় গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত […]

The post কেন এতো লোডশেডিং, সমাধান কী? appeared first on Website.

]]>
ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে রাজশাহী বিভাগ, লোডশেডিংয়ের কবলে পাবনা শহরসহ গোটা জেলা। রাত ও দিনে আধা ঘণ্টা, এক ঘণ্টা পরপরই বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জাতীয় গ্রিড থেকে চাহিদামত বিদ্যুৎ না পাওয়ায় গত তিন দিন ধরে রাজশাহীর প্রত্যেক এলাকায় গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই এ তথ্য নিশ্চিত করেছেন। ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলোতেও ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সিলেট এবং নোয়াখালী অঞ্চলে গ্রাহকরা তিন চার ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না।রাজধানী ঢাকাতেও বিভিন্ন এলাকায় দু’দিন ধরে দিনে দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।কর্মকর্তারা দাবি করেন, দেশে বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদনের সক্ষমতা তৈরি হওয়ায় চার বছর ধরে কোন লোডশেডিং হয়নি।কিন্তু দু’দিন ধরে দিনে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুতে চাহিদার বিপরীতে সরবরাহে ১২০০ মেগাওয়াটের বেশি ঘাটতি হচ্ছে।গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে।

রাজশাহী বিভাগে আগে পল্লি বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ বিতরণের কাজটি করত। ২০১৬ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম গুটিয়ে নেয়। এরপর থেকে উত্তরের ১৬ জেলার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করছে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ কোম্পানি নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। পাশাপাশি গ্রামাঞ্চলে পল্লি বিদ্যুৎ সমিতিও বিদ্যুৎ সরবরাহ করছে।

এই দুই সংস্থার গ্রাহকদেরই ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। দিনে রাতে সব সময় একটু পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনও ৩০ মিনিট পর কখনও এক থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসছে। আবার ঘণ্টাখানেক পরই বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে এই গরমে মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। কাজে-কামে স্থবিরতা নেমে এসেছে। শিল্প-কারাখানায় উৎপাদন ব্যহত হচ্ছে। ‘রাজশাহীতে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে’- এ ধরনের কথা লিখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন তিন দিন ধরে।

রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরে এ ধরনের লোডশেডিংয়ের মুখে পড়তে হবে তা কল্পনা করিনি। ব্যবসা-বাণিজ্য ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প-কারাখানায় উৎপাদন বিপর্যয় ঘটছে। বিদ্যুৎ ছাড়া আসলে কিছুই করা যাচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই আশা করি।’

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে রোগীদের খুব অসুবিধা হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। তবে ১০, ১৫ কিংবা ৩০ মিনিট পর আবার আসছে। আমরা অনুরোধ করেছি, হাসপাতালটাকে যেন বিশেষ বিবেচনা করা হয়। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করে বলেছেন এই মূহুর্তে আসলে কিছু করার নেই। এটা জাতীয় সমস্যা।’

বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক খোলাবাজার বা স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে না।সেজন্য বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

“গ্যাসের দাম প্রচুর বেড়ে গেছে। সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, সেটা দিয়েও কাভার করা যাচ্ছে না” বলেন নসরুল হামিদ।তিনি জ্বালানির বিশ্ববাজার পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “গ্যাসের দাম এখন আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি ঘনফুট ৩৬ ডলার হয়েছে।

গুগল নিউজ ফিডে দ্য লন্ডন টাইমস অনুসরন, শেয়ারে ক্লিক করুন এখানে 

এদিকে পাবনাতে  সবচেয়ে বড় প্রভাব পড়ছে মাকের্ট-শপিংমলগুলোতে। শপিংমলগুলো দিনের বেশিরভাগ সময়ই অন্ধকার থাকছে, ফলে তীব্র গরমে ক্রেতারা দোকানে ভিড়ছেন না। এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে ঈদ বাজারে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

পাবনার নেসকো লিমিটেড ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে গোটা জেলাতেই এমন লোডশেডিং হচ্ছে। কর্মকর্তারা বলছেন- এটা প্রায় সারা বাংলাদেশেই হচ্ছে। মূলত জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। তবে অবস্থা স্বাভাবিক হতে কত সময় লাগবে তা জানাতে পারেননি কেউ। আজ-কালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, পাবনা জেলায় ভ্যাবসা গরম পড়ছে। প্রচণ্ড গরমে মানুষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না। এরপর আবার এমন লোডশেডিং। গরম আর লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনও দুর্বিসহ হয়ে উঠেছে। তবে লোডশেডিংয়ের বড় প্রভাব পড়েছে মাকের্ট-শপিংমলগুলোতে।

টিএলটি-দ্য লন্ডন টাইমস পডকাষ্ট এবং লন্ডন রেডিও এখন অ্যাপল, গুগল। আরএসএস, স্পটিফাই, অ্যাংকর, রেডিও রিপাবলিক, ওভারকাস্ট, পকেস্টকাস্ট সহ সকল মেজর পডকাষ্ট প্ল্যাটফর্মে শুনা যায়। অ্যামাজন মিউজিকেও টিএলটি-দ্য লন্ডন টাইমস পডকাষ্ট এভেইলেবল।    

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ঘন ঘন লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। গ্যাস স্বল্পতার কারণেই এমনটি ঘটছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ তার ফেসবুক পোস্টে লেখেন, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।

তিনি আরও লেখেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কাজ করেন সাংবাদিক অরুণ কর্মকার।তিনি মনে করেন, দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনে ব্যর্থতার কারণে তা আমদানি নির্ভর হয়ে পড়ায় এমন পরিস্থিতি হয়েছে।কর্মকার বলেন, যুদ্ধ পরিস্থিতি বা যে কোন কারণে যে কোন সময় জ্বালানির বিশ্ববাজার অস্থির হতে পারে।”যেহেতু তেল আমাদের নেই। ফলে তা আমদানি করতে হবে। কিন্তু আমাদের গ্যাস ও কয়লা সম্পদের অনুসন্ধান, উত্তোলন বাড়াতে সরকারের উদ্যোগের ঘাটতি ছিল।”সেকারণে আমরা গ্যাসের ব্যাপারে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি এবং এখন এই সমস্যা তৈরি হয়েছে” বলেন অরুণ কর্মকার।

অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ মানতে রাজি নন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।তিনি দাবি করেন, গত চার বছরে এক হাজার ঘনফুট গ্যাস উৎপাদন বেড়েছে।তবে এখন বিশ্ববাজারে দাম চড়া হওয়ায় গ্যাস কেনা বন্ধ করায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং করতে হচ্ছে, এই অবস্থার সহসাই উন্নতি সম্ভব কিনা-এমন প্রশ্নে  হামিদ কোন নিশ্চয়তা দিতে পারেননি(সংকলিত)।

The post কেন এতো লোডশেডিং, সমাধান কী? appeared first on Website.

]]>
বিশ্ব অর্থনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে(পডকাষ্ট) https://syedshahsalimahmed.com/archives/2279 Sat, 02 Jul 2022 19:37:44 +0000 https://syedshahsalimahmed.com/?p=2279 বিশ্ব অর্থনীতিতে নানা ধরনের রূপান্তর প্রক্রিয়া বেশ জোরেশোরেই চলছে। আগামী দুই থেকে আড়াই দশকের মধ্যে এই রূপান্তর প্রক্রিয়া আরও দৃশ্যমান হয়ে উঠবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে মোড়ল হিসেবে এতদিন অবস্থানকারী কোনো কোনো দেশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আবার কোনো কোনো দেশ বিস্ময়করভাবে উন্নতি অর্জন করতে পারে। The world economy […]

The post বিশ্ব অর্থনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে(পডকাষ্ট) appeared first on Website.

]]>
বিশ্ব অর্থনীতিতে নানা ধরনের রূপান্তর প্রক্রিয়া বেশ জোরেশোরেই চলছে। আগামী দুই থেকে আড়াই দশকের মধ্যে এই রূপান্তর প্রক্রিয়া আরও দৃশ্যমান হয়ে উঠবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে মোড়ল হিসেবে এতদিন অবস্থানকারী কোনো কোনো দেশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আবার কোনো কোনো দেশ বিস্ময়করভাবে উন্নতি অর্জন করতে পারে।
একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান কয়েক বছর আগে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, আগামীতে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ রূপান্তর প্রক্রিয়া সংগঠিত হতে যাচ্ছে।

এই রূপান্তর প্রক্রিয়ার কারণে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান দখল করে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দানের ক্ষমতা হারাতে পারে।

প্রতিষ্ঠানটি বলেছিল, ২০৫০ সালের মধ্যেই চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক দিক থেকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নেবে। একইভাবে ভারত দ্রুত অর্থনৈতিক উন্নতি অর্জনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে আরও শক্তিশালী অবস্থানে চলে আসবে।

এতে আরও বলা হয়েছিল, জাপান তার বর্তমান অর্থনৈতিক অবস্থান নিশ্চিতভাবেই হারাতে বসেছে। তবে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের মধ্যেই আগামীতে অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চলবে।

এই প্রক্ষেপণের সত্যতা ইতিমধ্যেই আমরা কিছুটা হলেও টের পেতে শুরু করেছি। আন্তর্জাতিক সংস্থাটি যে প্রক্ষেপণ করেছিল তার চেয়েও দ্রুত গতিতে এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই এখন মনে হচ্ছে।

কয়েক বছর আগে চীন পারচেজিং পাওয়ার প্যারেটি বা পিপিপি হিসাবের বিবেচনায় বিস্ময়করভাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের ‘এক নম্বর অর্থনৈতিক শক্তি’তে পরিণত হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশংকা করছেন অর্থনীতিবিদরা। অর্ধ শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ সূদ হার ঘোষণা করেছে।

ফেডারেল রিজার্ভ ব্যাংক বলছে, ভোগ্যপন্যের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরার চেষ্টায় সূদ হার বৃদ্ধি ছাড়া বিকল্প উপায় ছিল না। মার্চ মাসের পর এটি তৃতীয় দফা সূদ হার বৃদ্ধির ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এই ফেডারেল রিজার্ভ ব্যাংক বলেছে, গত মাসেও মুদ্রাস্ফীতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। ভোক্তাদের জীবনে নাভিশ্বাস ওঠেছে।

গত কয়েক দশক যাবত যে আন্তর্জাতিক পরিবেশ দেখতে অভ্যস্ত তার পরিবর্তন ঘটে চলেছে এবং বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর চাপ বাড়ছে।’

যুক্তরাজ্যে ভোগ্যপন্যের মূল্য গত এপ্রিল মাসে ৯ শতাংশ বেড়েছে। গত দেড় মাসে মূল্য সূচক আরও বেড়েছে। ব্যাংক অফ ইংল্যান্ড গত ডিসেম্বর মাসের পর থেকে এ পর্যন্ত সূদ হার পঞ্চম দফা বৃদ্ধি করেছে। ব্রাজিল, কানাডা ও অষ্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলোও সুদ হার বাড়িয়েছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক আভাস দিয়েছে, আসছে গ্রীষ্মে তারা সূদ হার বৃদ্ধি করবে।

সাম্প্রতিক সময়ে পরিচালিত অধিকাংশ সমীক্ষায় দেখা গেছে যে দ্রব্যমূল্য পরিস্থিতি আরও শোচনীয় হওয়ার আশঙ্কা থেকে মুক্ত হতে পারেনি যুক্তরাষ্ট্রের জনগণ। তারা মনে করছেন যে ফেডারেল রিজার্ভ দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করলেও তাদের পক্ষে পরিস্থিতির অবনতি রোধ করা হয়ত সম্ভব হবে না (সংকলিত)।

The post বিশ্ব অর্থনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে(পডকাষ্ট) appeared first on Website.

]]>
যেভাবে সহজে আয়ারল্যান্ডে এসে স্থায়ী হতে পারেন https://syedshahsalimahmed.com/archives/2270 Wed, 29 Jun 2022 21:58:24 +0000 https://syedshahsalimahmed.com/?p=2270 সৈয়দ শাহ সেলিম আহমেদ। দ্য লন্ডন টাইমস। ২৮ জুন ২০২২। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুযায়ী প্রায় ৩৫০০০-এর বেশি মার্কিন বংশোদ্ভূত ব্যক্তি আয়ারল্যান্ডের বাসিন্দা। আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে নাগরিকত্ব লাভ করা সহজ হয়(মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউট)। এছাড়াও বংশে কোনও আইরিশ ব্যক্তি থাকলেও সহজে আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে। যেমন মা, বাবা, দাদা, দাদু ,প্র-পিতামহ-দের মধ্যে কেউ যদি […]

The post যেভাবে সহজে আয়ারল্যান্ডে এসে স্থায়ী হতে পারেন appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ। দ্য লন্ডন টাইমস। ২৮ জুন ২০২২।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুযায়ী প্রায় ৩৫০০০-এর বেশি মার্কিন বংশোদ্ভূত ব্যক্তি আয়ারল্যান্ডের বাসিন্দা। আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে নাগরিকত্ব লাভ করা সহজ হয়(মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউট)।

এছাড়াও বংশে কোনও আইরিশ ব্যক্তি থাকলেও সহজে আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে। যেমন মা, বাবা, দাদা, দাদু ,প্র-পিতামহ-দের মধ্যে কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সহজেই সেখানকার নাগরিকত্ব লাভ করা যায়। আবার একটানা এক বছর কেউ যদি আয়ারল্যান্ডে বসবাস করেন তাহলেও সহজেই সেখানকার নাগরিক হতে পারবেন।

এই রিপোর্টটি বিস্তারিত জানতে, যাবতীয় তথ্য এবং লিংক, ভিসা, ওয়ার্কপার্মিট, জব, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন সহ সবকিছু জানতে দ্য লন্ডন টাইমসে এই লিংকে ক্লিক করুন এবং সেখানে গিয়ে লগ ইন করে কন্টেন্টটি পড়ুন অথবা কপি করে সেইভ করে নিন। এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট।আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করে তারপর নিতে হবে। 

The post যেভাবে সহজে আয়ারল্যান্ডে এসে স্থায়ী হতে পারেন appeared first on Website.

]]>
হজ্বের লটারি সিস্টেমে ইউকের এজেন্সিগুলোতে ধ্বস https://syedshahsalimahmed.com/archives/2267 Wed, 29 Jun 2022 18:29:20 +0000 https://syedshahsalimahmed.com/?p=2267 সৈয়দ শাহ সেলিম আহমেদ। সৌদিআরব হজ্বে এজেন্সিগুলোর প্রতারণা বিরুদ্ধে নতুন অভিযান শুরু করে সম্প্রতি। তারই শুরুতে আচমকা এবছর হজ্বের আবেদনের জন্য ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার জন্য নতুন সিস্টেমে সরাসরি আবেদন ও লটারি সিস্টেম চালু করে। যার ফলে আগে থেকে হজ্বের বুকিং নেয়া এজেন্সিগুলো হজ্ব মওসুমের এই ব্যবসায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্রিটেনের অনেক মুসলমান যারা […]

The post হজ্বের লটারি সিস্টেমে ইউকের এজেন্সিগুলোতে ধ্বস appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ। সৌদিআরব হজ্বে এজেন্সিগুলোর প্রতারণা বিরুদ্ধে নতুন অভিযান শুরু করে সম্প্রতি। তারই শুরুতে আচমকা এবছর হজ্বের আবেদনের জন্য ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার জন্য নতুন সিস্টেমে সরাসরি আবেদন ও লটারি সিস্টেম চালু করে। যার ফলে আগে থেকে হজ্বের বুকিং নেয়া এজেন্সিগুলো হজ্ব মওসুমের এই ব্যবসায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্রিটেনের অনেক মুসলমান যারা এজেন্সিতে আগে ভাগেই বুকিং দিয়ে রেখেছিলেন, তাদের যাত্রাও অনিশ্চিত।

সৌদি আরবের হজ্ব মিনিস্ট্রি বলছে, এজেন্সিগুলোতে বুকিং দেয়া জমা অর্থ ফেরতের জন্য উপদেশ দিয়েছে। বাধ্য হয়ে অনেকেই বুকিং বাতিল করে টাকা ফেরত নিচ্ছেন। এদিকে আচমকা লটারি সিস্টেমের ফলে এজেন্সিগুলো ব্যবসা হারিয়ে বিপাকে পরেছে। কারণ তারা ইতোমধ্যে সৌদি আরবে নানা সেবার জন্য হোটেল বুকিং সহ ডিপোজিট রেখেছিলেন, সেই সব ঝামেলা মিটাতে হিমসিম খাচ্ছেন-এমন অভিযোগ অনেকেরই।

এদিকে সরাসরি অ্যাপের মাধ্যমে আবেদন জমা দিয়েও লটারি সিস্টেমে অনেকেই যাওয়ার সুযোগ পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।
ব্রাডফোর্ড সহ গ্রেটার লন্ডনের অনেক হজ্ব এজেন্সি জানিয়েছেন বর্তমান সিস্টেমে তারা মোটা অংকের টাকা ক্ষতির সম্মিখীন, যা অনেক এজেন্সির পক্ষে রিকভারি সম্ভব নাও হতে পারে।

আটল রেজিস্টার্ড এজেন্সিগুলো জমাকৃত টাকা রিফান্ডের নিশ্চয়তা থাকলেও অন্যদের ক্ষেত্রে অনিশ্চয়তাও কাজ করছে অনেকের।আবার সরাসরি বুকিং দেয়ার পরে সিস্টেম এররের কারনে কারও কারও বুকিং সিস্টেমের পোর্টালে এরর দেখাচ্ছে এমন অভিযোগও করছেন কেউ কেউ।

উল্লেখ্য প্রতিবছর ব্রিটেন থেকে ২৫,০০০ এর মতো হজ্ব যাত্রী সৌদি আরব হজ্ব করতে যান। এবারের চালুকৃত ই-সার্ভিস ব্যবস্থা আগামীতেও চালু থাকবে কিনা এখন পর্যন্ত কোন নির্দেশনা সৌদি আরব থেকে প্রকাশ করা হয়নি।

The post হজ্বের লটারি সিস্টেমে ইউকের এজেন্সিগুলোতে ধ্বস appeared first on Website.

]]>
প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে(ভিডিও) https://syedshahsalimahmed.com/archives/2262 Mon, 27 Jun 2022 14:00:19 +0000 https://syedshahsalimahmed.com/?p=2262 সৈয়দ শাহ সেলিম আহমেদ।  কোভিড নিয়ম ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট ও জাতিকে বার বার মিথ্যা তথ্য দেয়ার জন্য বরিস জনসনের উপর বিরোধীদল এবং কনজারভেটিভ দলের ভেতর থেকে ক্রমেইও চাপ বৃদ্ধি পাচ্ছে। এমনি অবস্থায় রুয়ান্ডা কমনওয়েলথ সম্মেলনে স্কাই নিউজের সাংবাদিকের সাথে সাক্ষাতে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বরং ফের ক্ষমতায় থাকার পরিকল্পণার কথা জানিয়েছেন বরিস জনসন। তিনি […]

The post প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে(ভিডিও) appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ। 

কোভিড নিয়ম ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট ও জাতিকে বার বার মিথ্যা তথ্য দেয়ার জন্য বরিস জনসনের উপর বিরোধীদল এবং কনজারভেটিভ দলের ভেতর থেকে ক্রমেইও চাপ বৃদ্ধি পাচ্ছে। এমনি অবস্থায় রুয়ান্ডা কমনওয়েলথ সম্মেলনে স্কাই নিউজের সাংবাদিকের সাথে সাক্ষাতে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বরং ফের ক্ষমতায় থাকার পরিকল্পণার কথা জানিয়েছেন বরিস জনসন।

তিনি জানিয়েছেন, পদত্যাগ নয়, তৃতীয় মেয়াদের কথা এবং তখন কী হতে পারে সেটাই ভাবছেন। এমন হলে জনসন মার্গেরেট থ্যাচারের রেকর্ড ছুয়ে যাবেন।

কিন্তু ব্রিটেনের হাউজ অব পার্লামেন্টারি রাজনীতি এবং নিজ দলীয় কনজারভেটিভ  দলের বিগত দিনের রাজনীতির কুশলী খেলার ছক কিন্তু ভিন্ন কথাই বলে।

ওয়েস্ট মিনিস্টারের রাজনৈতিক সিনারীও যখন আমরা পর্যালোচনা করি, তখন দেখতে পাই,  মার্গারেট থ্যাচার, টনি ব্লেয়ার, ডেভিড ক্যামেরন, টেরেজা মে কেউই তাদের নির্ধারিত টার্ম পূরণ করতে পারেননি। তাদের নিজ দলের পার্লামেন্টারি সদস্যরা পদত্যাগে সরে যেতে বাধ্য করেছিলেন, কোন নির্বাচনে ভোটারদের মাধ্যমে নয়।

জন মেজর এবং গর্ডন ব্রাউনকেও দলীয় এমপিরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ পেয়েছিলেন।

বর্তমানে বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বও নিজ দলের এমপিদের দ্বারা অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন। সাম্প্রতিক নো কনফিডেন্স ভোটে তিনি ২১১ সদস্যের সমর্থনে উতরে গেলেও  পরিসংখ্যান কিন্তু বলছে ভিন্ন কথা। মার্গারেট থ্যাচার, টেরেজা মে, জন মেজরের চাইতেও বেশী এমপি তার প্রতি অনাস্থা বা বিরুদ্ধে ভোট দিয়েছেন।

মার্গারেট থ্যাচার আস্থাভোটের দুদিনের মাথায় পদত্যাগ করেছিলেন, টেরেজা মে অনাস্থা ভোটে জয়ী হয়েও ছয় মাসের মাথায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। কেবল জন মেজর আস্থা ভোটের কয়েক বছরের মধ্যেই নির্বাচনের মাধ্যমে চ্যালেঞ্জের সুযোগ পেয়েছিলেন ।

আরেকটি বিষয় তখনকার সময়ে “মার্গারেট থ্যাচার এবং জনমেজরের মধ্যকার প্রতিদ্বন্ধিতা ভিন্ন এক সিস্টেম-তারা সরাসরি একে অন্যের প্রতিদ্বন্ধিতা করতেন, এখনকার মতো কনফিডেন্স ভোটের দ্বারা নয়”(অ্যাডাম বল্টন,স্কাই নিউজ) ।

বরিস জনসনের বিরুদ্ধে টেরেজা মে চেয়ে অধিক এমপি ভোট দিয়েছেন।

সাম্প্রতিক বাই-ইলেকশনে কনজারভেটি দলের ভরাডুবিতে জনসনের লিডারশিপ দলের ভতরের ফের প্রশ্নের উদ্রেক করেছে। দলের ভিতর এবং বাইরে থেকে এখন প্রচন্ড চাপ। তবে সিনিয়র কনজারভেটি নেতৃত্ব এখনি জনসনের প্রিমিয়ারশিপ থ্যাচার কিংবা টেরেজা মে ন্যায় যবনিকাপাত চাচ্ছেন না।

এদিকে ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান বিদ্যুৎ জ্বালানি পেট্রল খাদ্য মূল্যবৃদ্ধিতে ব্রিটিশ জনগন অতীষ্ট। এমনি অবস্থায় জনসনের প্রিমিয়ারশিপ তার পূর্বসূরীদের ন্যায় নির্বাচনের আগেই শেষ হয়ে যায় কিনা, নাকি আগামী নির্বাচন পর্যন্ত টেনে নেয়ার সুযোগ দেন-সেটাই এখন বড় প্রশ্ন।

The post প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে(ভিডিও) appeared first on Website.

]]>
সৈয়দ শাহ সেলিম আহমেদ`র আজকের পডকাষ্ট https://syedshahsalimahmed.com/archives/2257 Sun, 26 Jun 2022 21:38:14 +0000 https://syedshahsalimahmed.com/?p=2257 বাংলাদেশের ঘটের যাওয়া শীর্ষ সংবাদ আর বিশ্বের সকল খবরাখবর ও কমেন্টারি নিয়ে দ্য লন্ডন টাইমসের আয়োজনে সৈয়দ শাহ সেলিম আহমেদ এর আজকের টিএলটি পডকাষ্ট এখন সকল মেজর পডকাষ্ট প্ল্যাটফর্মে।শুনার জন্য ক্লিক করুন যেকোন ফর্মেটে Sunday TLT Podcast:Bangladesh & World news | RSS.com  https://music.amazon.com/podcasts/a1354b01-5891-455d-b5c8-82f7d561fe79/episodes/9c765e94-b126-48aa-8e8b-065a95bfa97f/tlt-the-london-times-podcast-sunday-tlt-podcast-bangladesh-world-news

The post সৈয়দ শাহ সেলিম আহমেদ`র আজকের পডকাষ্ট appeared first on Website.

]]>
বাংলাদেশের ঘটের যাওয়া শীর্ষ সংবাদ আর বিশ্বের সকল খবরাখবর ও কমেন্টারি নিয়ে দ্য লন্ডন টাইমসের আয়োজনে সৈয়দ শাহ সেলিম আহমেদ এর আজকের টিএলটি পডকাষ্ট এখন সকল মেজর পডকাষ্ট প্ল্যাটফর্মে।শুনার জন্য ক্লিক করুন যেকোন ফর্মেটে

https://music.amazon.com/podcasts/a1354b01-5891-455d-b5c8-82f7d561fe79/episodes/9c765e94-b126-48aa-8e8b-065a95bfa97f/tlt-the-london-times-podcast-sunday-tlt-podcast-bangladesh-world-news

The post সৈয়দ শাহ সেলিম আহমেদ`র আজকের পডকাষ্ট appeared first on Website.

]]>