নাদিয়া হোসেইন যখন তার ট্রফি পেলেন, তখন যে বক্তব্য দিলেন, যেভাবে তার প্রতিক্রিয়া দিলেন, ড্রয়িং রুমে, সোফায় কিংবা যে যেখান থেকে বসে টিভি পর্দায় তার বক্তব্য শুনছিলেন আই ক্যান এন্ড আই উইল- তখন চোখের জলে সবাইকে ভাসিয়েছেন। ইউটিউব, গোগল, টুইট, হ্যাশট্যাগ- যারা ফলো করেন, তারা দেখেছেন সারা বিশ্ব কিভাবে নাদিয়ার অনুভুতির সাথে একাত্ম হয়ে কেধেছে। এ কান্না সুখের, এ কান্না আনন্দেে- এর সাথে মিশে আছে এক সহজ সরল ব্রিটিশ বাঙালি নারীর বিশ্ব জয়ের সুন্দর কাহিনীর সফলতার অপরূপ এক গল্পের সমাহার।
নাদিয়া বলেছিলেন অবিকল এভাবে- I’M NEVER GONNA PUT BOUNDARIES ON MYSELF EVER AGAIN. I’M NEVER GONNA SAY I CAN’T DO IT. I’M NEVER GONNA SAY ‘MAYBE’. I’M NEVER GONNA SAY, ‘I DON’T THINK I CAN.’ I CAN AND I WILL.
হ্যা- নাদিয়া পেরেছেন। নাদিয়ার এই অনুভুতির সাথে মিল রেখে আমরা দেখবো বিশ্বে এপর্যন্ত যত খ্যাতি এসেছে- সবাই একই ভাবেই সেই খ্যাতির সাথে মিলে মিশে বিশ্বকে আনন্দ আর অনুভুতিতে ভাসিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
২০১৪ সালে মালালার সেই বক্তব্য-