সেলফ-এমপ্লয়িড ইনকাম প্রফিটের ৮০ পার্সেন্ট, মাসে ২,৫০০ পাউন্ড পর্যন্ত সাপোর্ট প্যাকেজ ঘোষণা করলেন চ্যান্সেলর

সেলফ-এমপ্লয়িড ইনকাম প্রফিটের ৮০ পার্সেন্ট, মাসে ২,৫০০ পাউন্ড পর্যন্ত সাপোর্ট প্যাকেজ ঘোষণা করলেন চ্যান্সেলর

অবশেষে সেলফ-এমপ্লয়িডদের জন্য সেই মাহেন্দ্রক্ষণ এলো। চ্যান্সেলর অব দ্য এক্সচেকার রিশি সোনাক কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং- এ  সেলফ-এমপ্লয়িডদের জন্যও করোনাভাইরাসের মহামারিতে সরকারের সাপোর্ট প্যাকেজ ঘোষণা করলেন।

চ্যান্সেলরের প্যাকেজে বলা হয়েছেঃ

০১) সেলফ-এমপ্লয়িড তাদের ইউজোয়াল ইনকাম প্রফিটের ৮০ পার্সেন্ট বা মাসে ২,৫০০ পাউন্ড পর্যন্ত গ্র্যান্ট পাবেন

০২) ট্যাক্স অফিসিয়াল যোগাযোগ করবেন যারা এলিজিবল এই প্যাকেজের

০৩) নতুন করে যারা সেলফ-এমপ্লয়িড তারা এই প্যাকেজের আওতার বাইরে থাকবেন

০৪) এই প্যাকেজ যে কারও বিজনেস প্রফিট আপটু ৫০,০০০ পর্যন্ত

০৫) চ্যান্সেলরের ভাষায় এই প্যাকেজ সেলফ-এমপ্লয়িডদের ৯৫ পার্সেন্ট পর্যন্ত দেয়া হচ্ছে

বিশ্লেষকরা বলছেন, এই প্যাকেজের ফলে ব্রিটেনের লক্ষ লক্ষ সেলফ-এমপ্লয়িড জনগন বা ব্যবসায়ী লাভবান হবেন।

বিবিসির লাওরার এক প্রশ্নের জবাবে চ্যান্সেলর বলেন, দেরী হলেও বেনিফিট প্রদানে দ্রুততম সময়ের মধ্যে পেমেন্ট পাবেন। প্রয়োজনে আবেদনের সাথে সাথে ট্যাক্স অফিস এডভান্স পেমেন্ট ব্যবস্থা করবে, যা পরবর্তীতে এডজাস্টম্যান্ট হবে এপ্লিকেশন প্রসেসের সময়ে।

গত তিন বছরের রিটার্ন চেকিং ভিত্তিতে দেয়া হবে ।

চ্যান্সেলর টেলিগ্রাফের এক প্রশ্নের জবাবে জানান, সেলফ-এমপ্লয়িড জুন মাসে এক সাথে তিন মাসের পেমেন্ট পাবেন -যারা এলিজিবল হবে এবং এই স্কীম আপ এন্ড রানিং হবে।

যাদের তিন বছরের একাউন্ট নেই, সরকার তাদের কেয়ারফুলি দেখবে ও বিবেচনায় নিবে, যাতে এই স্কীমের ফ্রড কেউ না করতে পারে।

27 March 2020.

https://www.facebook.com/gaspothor.somudro/videos/2722614527969184/