উবার ও মিনিক্যাব ক্ল্যাম্পিং আসছে

উবার ও মিনিক্যাব ক্ল্যাম্পিং আসছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ

ট্র্যান্সপোর্ট ফর লন্ডন-  লন্ডনের উবার ও মিনিক্যাব ড্রাইভারদেরকে ইনস্যুরেন্স ও বীমার পাশাপাশি জিওগ্র্যাফি ও ইংলিশ টেস্ট জোরদারের মাধ্যমে ক্ল্যাম্পিং করার জন্য  সুপারিশ অনুমোদন করেছেন।

লন্ডন মহানগরীতে ড্রাইভিং করতে হলে ড্রাইভারদেরকে এখন থেকে ইংলিশ টেস্ট এবং জিওগ্র্যাফি বেইস ইংলিশ টেস্ট এর মুখোমুখী হতে হবে

শুধু তাই নয়, মিনিক্যাব ড্রাইভারদের প্রতি ক্র্যাকডাউন করা হবে, যদি না প্যাসেঞ্জার ও এক্সিডেন্ট কাভারের ক্ষেত্রে তাদের ইনস্যুরেন্স না থাকে।

আজ অপরাহ্নে টিএফএল এর বোর্ড মিটিং এ বরিস জনসনের এই প্রস্তাবাবলীসমূহ অনুমোদন করেছে।

লন্ডনে কমপক্ষে ২৫,০০০ উবার ড্রাইভারদের নিয়ে বরিস জনসনের উপর প্রেসার এর মধ্যে আছেন, ব্ল্যাক ক্যাব ড্রাইভারদের অভিমত তাদেরকে এর ফলে ব্যবসা থেকে বের করে দেয়া হচ্ছে।

লন্ডন ট্যাক্সি ড্রাইভার্স এসোসিয়েশন এর সেক্রেটারি স্টিভ ম্যাকনামারা এতো সব পরিবর্তন যথার্থ নয় বলে সমালোচনা করেছেন।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ড্রাইভার্স, যাত্রীদের ও অন্যান্য রোড ব্যবহারকারীদের কল্যাণে টিএফএল উন্নত ষ্ট্যান্ডার্ড সেবা প্রদানের ক্ষেত্রে সময়ের অপচয় করছে মাত্র।

উল্লেখ্য বর্তমানে লন্ডনে ১০০,০০০ প্রাইভেট মিনিক্যাব ড্রাইভার্স কর্মরত আছেন, বিগত বছরে যেখানে অর্ধেকেরও কিছু বেশী ছিলো।

Salim932@googlemail.com

17th March 2016, London

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *