লন্ডনে সন্ধ্যায় হাজারো লোকের মাস্ক মার্চঃ ডজন গ্রেপ্তার, ভাঙচুর, ৩ পুলিশ হাসপাতালে(ছবি গ্যালারি)

লন্ডনে সন্ধ্যায় হাজারো লোকের মাস্ক মার্চঃ ডজন গ্রেপ্তার, ভাঙচুর, ৩ পুলিশ হাসপাতালে(ছবি গ্যালারি)

377

সৈয়দ শাহ সেলিম আহমেদঃন্টি ওয়ার মার্চ, তারপর ট্যাক্স ক্রেডিট কর্তনের প্রতিবাদে মার্চ, এরপরে সিরিয়ার রিফিউজি ওয়েলকাম মার্চ, স্টুডেন্ট মার্চ- এরপরই আবার আজ সন্ধ্যা থেকে লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে হাজার হাজার লোকের রাস্তায় মার্চ করেন। ফলে সেন্ট্রাল লন্ডন কেন্দ্রিক জনজীবন অচল হয়ে পরে, সারিবদ্ধভাবে বাস, গাড়ি সব থমকে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। মার্চের লোকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পরলে গোটা সেন্ট্রাল লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে হোয়াইট হল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ গোটা এলাকা নিরাপত্তার চাদরে কর্ডন করে রাখার ফলে যানঝট গোটা লন্ডনে ছড়িয়ে পরে।

march1সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছিলো শান্তি পূর্ণ মার্চের। মাস্ক পরা হাজার হাজার লোক প্রতিবাদী শ্লোগান আর ওয়ান সলিউশন- রিভ্যুলুশন, হোস স্ট্রিট-আওয়ার্স – এমন শ্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তা মার্চ করতে দেখা যায়। হাজারো পুলিশও তাদের বেস্টনি করে রাখে।

কিন্তু কোথা থেকে একদল মাস্ক পরা মার্চের নামধারী লোকজন পানি, বোতল, বিস্ফোরক ইত্যাদি ছুড়ে মারেন। উচ্ছৃংখল আচরন শুরু করেন। তারা এসময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে ভাঙচুর করতে দেখা যায়।

সহিংসতার মাত্রা বৃদ্ধি পেলে আরো ফোর্স এসে যোগ দেয়। এতে সহিংসতার মাত্রা আরো বৃদ্ধি পায়। পুলিশ তখন পাবলিক অফেন্স অর্ডারের আওতায় ডজন খানেক লোকজনকে গ্রেপ্তার করে। তিন জন পুলিশ তখন জখম হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

স্কাই নিউজ রিপোর্ট করেছে, গাড়িতে, রাস্তায় আগুন দেয়া শুরু হয়  ৯টার কিছু পরে এবং সেখান থেকে পুলিশ ৩০ জনের মতো আটক করে ।

march2এ মার্চের ক্যাম্পেইনে ফেস বুকে পেজ খোলা হয়েছিলো- যেখানে পুলিশকে বন্ধু ভাবা ঠিক হবেনা বলা হয়েছিলো, তারা ইন্টেলিজেন্স কালেক্ট করে বন্ধুর আড়ালে- এমন বক্তব্য ছিলো। ফেসবুকের এই পেজে দেখা গেছে প্রায় ২০,০০০ এই মার্চে অংশ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছিলেন।

মাস্ক পরিহিত লোকজন বলছিলেন, আমরা অনেকদিন থেকে সিগন্যাল দেয়ার চেস্টা করছিলাম- কিন্তু ওরা এবং মিডিয়া আমাদের ঠিক মতো নেয়নি। সব কিছুতেই এখন অসঙ্গতি চরমভাবে।

গত বছর একই মার্চের প্রেক্ষিতে ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছিলো।

মার্চের কিছু ছবি-A masked protester carries a smoke bomb above the crowd as the march makes its way from Trafalgar Square towards Whitehall

 

Police officers were forced brandish their batons as clashes with protesters on Great George Street, Westminster, turned violent

 

A protester with his face covered swears at the camera as another man fuels the flames burning on the windshield of a police car

 

Mounted police officers struggled to control their horses as protesters launched fireworks at the animals and shone lasers in their eyes

 

 

A protester carrying a real pigs head joins the march, in reference to the alleged drunken antics at the centre of the 'PigGate' scandal

 

A man struggles as he is detained by police officers in central London after violent clashes erupted during the demonstrations 

 

Smoke bombs and flares were set off above the crowds as thousands marched through central London on the Million Mask March

 

A campaigner with a placard reading, 'one solution: revolution', stands next to a burning police car as he takes part in the demonstrations

 

Police officers form a barricade as they try and block masked demonstrators marching through London during the Million Mask March

 

 

Demonstrations: Campaigners wearing sinister Guy Fawkes masks - made famous in the film V for Vendetta - gathered in Trafalgar Square

 

The Metropolitan Police tweeted that arrests are being made for a number of public order offences after the protests turned violence

 

Brandishing flags and placards, protesters met in Trafalgar Square ahead of the march through central London towards Whitehall

 

More than 20,000 people have said on Facebook that they will attend the event, which started in Trafalgar Square at 6pm this evening

 

Thousands of protesters rampaged through London, launching missiles at police who formed a barricade as they controlled the crowd

 

The burnt out shell of the police car that was set alight by protesters during the march before being smashed with a metal railing

 

 

 

 

নারী/নিউজ/লন্ডনে মার্চ/নভেম্বর/২০১৫

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *