Home » বাংলাদেশ নিউজ » ঢাকায় জাতীয় কবিতা উৎসব ২০১৪ শুরু ( ভিডিও)

ঢাকায় জাতীয় কবিতা উৎসব ২০১৪ শুরু ( ভিডিও)

প্রতি বছরের ন্যায় আজকেও ০১লা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব ২০১৪।

এবারের কবিতা উৎসবের থিম হচ্ছে- কবিতা সহেনা দানব যাতনা।

সব্য সাঁচি লেখক হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হক আজ সকালে জাতীয় কবিতা উসবের উদ্বোধনী ঘোষণা করেন। এ সময় কবি আসলাম সানী, মোহাম্মদ সামাদ, তারিক সুজাত সহ দেশ বিদেশের অনেক খ্যাতনামা ও নতুন তরুণ কবি  সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় কবি নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, পটুয়া কামরুল হাসানের স্মরণে কবিতা পরিষদের পক্ষে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

এর আগে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

কবি হাবিবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে কবিতা পরিষদে শোক প্রস্তাব পাঠ করেন কাজী রোজী এবং ঘোষণা পত্র পাঠ করেন রবিউল হোসাইন।

পোয়েট্রি ইন স্ক্যান্ডিনেভিয়া-এ বেঙ্গলি রিফ্লেকশন শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডিশ কবি অ্যানরে রুথ। আর আলোচনায় অংশ নেন ক্রিস্টিয়ানো কার্লসন, জন ইউ জোন্স, হেইডেন, সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রয়েছে আবৃত্তি, আলোচনা, সেমিনার ও কবিতা পাঠ।

Salim932@googlemail.com

01st February 2014,London.

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!