বিখ্যাত ফ্যাশন শপ ডেভেনহ্যামের দোকানের গ্লাসের মাঝে গ্লু দিয়ে নিজের শরীরের পেছনের উম্মুক্ত অংশ লাগিয়ে অভিনবভাবে এক প্রতিবাদ করলেন ৫৬ বছর বয়সী এক মহিলা, নাম কে বিশপ । কে বিশপের পুরো শরীর খোলা, শুধু সাদা একটা মার্কিন কাপড দিয়ে বক্ষ ডাকা, অথচ সেখানে আবার নিপলের ছবি বসানো, নীচে আন্ডার ওয়্যার আর পায়ে জুতা।
তার দাবী, টেলিভিশনে অভিবাসিদের ছবি দেখতে দেখতে আমি ত্যক্ত বিরক্ত। পুলিশ অভিবাসিদের পেটাচ্ছে, আটকাচ্ছে, তারা দৌড়াচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তার মতে কেন- কেন এই ব্যারিয়ার। মানুষ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে- হোক সেটা আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি যেখানে চায় সেখানে তাকে যেতে দিতে হবে। কেউ কোন অবস্থাতেই যুদ্ধ বিধবস্ত এলাকায় থাকতে পারেনা। পুলিশ কেন ব্যারিয়ার দিবে । তিনি আরো বলেন তিনি তার অধিকার প্রয়োগ করছেন- ফ্রিডম অব স্পীচের অধীনে তিনি কথা বলছেন।
তিনি আরো বলেন, তিনি কিছুই মনে করেননা এরকম আউট ফিট নিয়ে প্রতিবাদ করতে। তিনি আরো বলেন তার বক্ষ মার্কিন কাপড দিয়ে ডাকা, তাতে কি তার উপর তিনি নিপলসের ছবি একে দিয়েছেন- তার প্রতিবাদের এটাই ভাষা।
পুলিশ এসে ডেভেনহাম থেকে সরিয়ে দিলেও তার প্রতিবাদী বক্তব্য থেকে বিরত করেনি তাকে। কে বিশপ জানালেন, তিনি এরকম প্রতিবাদ ক্রয়ডনে সীমাবদ্ধ রাখবেননা, এটা ব্রিটেনের আরো কয়েকটি শহরেই তিনি যাবেন, অভিবাসিদের প্রতি তার সহানুভুতি জানিয়ে তিনি প্রতিবাদ করবেন দমন পীড়নের ও ব্যরিয়ার দিয়ে তাদের আটকানোর বিরুদ্ধে।
মেট্রো অবলম্বনে সেলিম আহমেদ/২৫সেপ্টেম্বর/নারী/প্রচ্ছদ নিউজ