আজ সকাল ১১.৩০ মিনিট থেকে ব্রিটেনের হাজার হাজার মানুষ হাতে ফ্যাস্টুন, প্ল্যাকার্ড আর হ্যান্ড মাইকে শ্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে মার্চ করার জন্য সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে সমবেত হচ্ছেন। তাদের উদ্দেশ্য তারা পার্লামেন্ট স্কয়ারের দিকে মার্চ করে যাবেন। তাদের একটাই দাবী-একটাই ভাষা- আমরা ইউরোপকে ভালোবাসি। ব্রেক্সিটের প্রতিবাদে প্রায় ৩০ হাজারের মতো লোক সমবেত হয়েছেন।
কমেডিয়ান মার্ক থমাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রাগ, ক্ষোভ ও হতাশার কথা জানিয়ে এই মার্চের আয়োজন করেন। এই মার্চে শরিক হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিক লিডার টম ফ্যারন। তিনি বলেছেন, ব্রিটেনকে তিনি ইউরোপে ফিরিয়ে আনতে চান। গণভোটের পর ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর লিবডেম চায় সাধারণ ইলেকশনের মাধ্যমে জনমত যাচাইয়ের।
অধিকাংশ অংশ গ্রহণকারী নিজের হাতের লেখা পোষ্টারে ইউরোপকে ভালোবাসার কথা জানিয়ে ব্রেক্সিটের বিরোধীতা করেছেন। তাদের কেউ কেউ বিগত গণভোটে ভুল তথ্য আর মিস ইফরমেশন দিয়ে জনগনকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে জনমত সঠিকভাবে আসেনি বলে র্যালী পূর্ব সমাবেশে তারা চিৎকার দিয়ে বলছেন।
আয়োজকরা আশা করছেন প্রায় ৪০,০০০ লোকের সমাবেশের। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে চলেছে, যাতে শৃংখলা বজায় থাকে।
৫৯ বছর বয়সী বিল বেকার এবং ২২ বছর বয়সী জেস বেকার তাদের হাতে প্ল্যাকার্ড বহন করে চলেছেন, তাতে লেখা আছে উই লাভ ইউরোপ।
৪০ বছর বয়সী ফিলিপা গ্রিফিথ বলেন, তিনি হতাশ এবং ক্ষোভের সাথে জানালেন, গণভোট মিথ্যার উপর প্রতিষ্টিত- তার কাছে মনে হচ্ছে নিজ দেশটাই বদলে গেছে। আমরা চাই, এমপিরা রিয়েলাইজ করুক আমরা ব্রেক্সিট চাইনা- বলে যোগ করলেন।