সৈয়দ শাহ সেলিম আহমেদঃ
নতুন ব্রিটিশ হোম সেক্রেটারি অ্যাম্বার রূড বলেছেন, তিনি বিশ্বাস করেননা যে, ইউরোপীয় নাগরিক যারা ব্রিটেনে বসবাস করছেন, তাদেরকে ব্রিটেন ত্যাগ করতে হবে। তার আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে এই কন্টিনেন্টে যে সব ব্রিটিশ নাগরিক আছেন, তাদের অধিকার আগে নিশ্চিত করেই তারপর আমাদেরকে এই বিষয়ে নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
আইটিভি নিউজের সাথে এক টেলিভিশন সাক্ষাতকারে হোম সেক্রেটারি অ্যাম্বার রূড আরো বলেন, আমরা আশান্বিত করতে পারি ইউরোপীয় নাগরিকদের ব্রিটেন ত্যাগ করতে হবে না ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপ ত্যাগের পর। তবে এই বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
হোম সেক্রেটারির এমন মন্তব্য এমন সময়ে এলো, যখন সরকার এনএইচএসের বিদেশী স্টাফদের ব্রেক্সিটের পরে চাকুরী নিশ্চিতের ব্যাপারে চাপের মধ্যে রয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে।
এনএইচএসের চীফ এক্সিকিউটিভ সায়মন স্টিভেন্স প্রাইম মিনিস্টার টেরিজা মে র প্রতি আহবান জানিয়েছেন এনএইচএস কে ইন্সটিটিউশনি সংস্কার করার এবং সেই সাথে হাসপাতাল ও সার্জারিতে কর্মরত সকল বিদেশী স্টাফদের চাকুরী নিশ্চিতের গ্যারান্টি -ব্রেক্সিটের পরে যেন থাকে।
আইটিভির নিউজ ন্যাশনাল এডিটর অ্যালেগ্রা স্ট্র্যাটন অ্যাম্বার রুড কে সরাসরি এ ব্যাপারে প্রশ্ন করলে হোম সেক্রেটারি জবাবে বলেন, পুরো বিষয়টি এখনো আলোচনা ও নেগোসিয়েশনের পর্যায়ে আছে। এটা বলা ঠিক নয় যে, আমরা এখনি ইউরোপ থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদেরকে ব্রিটিশ ন্যাশনাল যারা ইউরোপে আছেন, তাদের রাইটস এবং অধিকার আগে নিশ্চিত করার নেগোসিয়েশন করতে হবে, যারা ব্রিটেন বসবাস করছেন, আমি মনে করিনা, তাদের অধিকার ব্রিটেন তুলে নিবে, ব্রেক্সিটের পরে। অ্যাম্বার রুডের মন্তব্যের পুরো বক্তব্যটি হুবহু নিম্নরূপ-
In terms of plea to reassure EU workers , home secretary said-
“I think the prime minister has been very clear on this. We would like to do that, we intend to do that as part of the negotiations but it would be a mistake to go straight out and say that now because UK nationals in the rest of Europe must also be our priority.
For now it’s a discussion, I think he needs to be part of that discussion and we do need to make sure that we do give them that security that they want but we can’t do that just yet.”
I don’t believe they will ever have to leave. What we have to make sure is that there is an arrangement down whereby our UK nationals are also secure abroad.
আর্চ বিশপ ক্যান্টারব্যারিতে রিফিউজি আশ্রয় দেয়া শুরু-