সৈয়দ শাহ সেলিম আহমেদঃ লন্ডন থেকে-
ব্রিটিশ প্রাইম মিনিস্টার টেরেজা মে তার বার্লিন সফর শেষে ঝটিকা সফরে ফ্রান্স গেলেন। সেখানে তিনি ফ্র্যান্সের কাউন্টার পার্ট ফ্র্যান্সিস হল্যান্ডের সাথে বৈঠকে মিলিত হন। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে বই উপহার কূটনীতি দিয়ে দ্যুতিয়ালি ও বন্ধুত্বের বার্তা দিয়ে টেরেজা মে এবার ফ্র্যান্সিস হল্যান্ডকে ক্লিয়ার ম্যাসেজ দিলেন। সফরের পূর্বে ব্রিটেন ও ইউরোপের মধ্যে যে টেনশন চলছিলো, মে`র ঝটিকা সফরের মধ্য দিয়ে যেন সেই টেনশনে শীতল বাতাস বইতে শুরু করেছে।
বার্লিন থেকে বিকেল বেলা ফ্র্যান্স পৌছলে ফ্র্যান্সিদ হল্যান্ড তাকে উষ্ণ সম্বর্ধনা জানান। দুনেতা এসময় করমর্দনও করেন।
থেরেসা মে ও হল্যান্ড বৈঠকের পর প্রেসের সামনে কথা বলেন। প্রেসের সামনে কথা বলার সময় থেরেসা মে বলেন, ব্রেক্সিটের জন্য আর্লটিক ৫০ এ ট্রিগার চাপার জন্যে ব্রিটেনের খুব তাড়াহুড়ো নেই। এ জন্য সময় দরকার। থেরেসা মে`র বক্তব্যের আগে হল্যান্ড জানিয়েছিলেন মিসেস মে আজই আর্টিকল ৫০ এ ট্রিগারে চাপ দেবেননা। যদিও চান আলোচনা শীগ্র শুরু হউক।
থেরেসা মে সাংবাদিকদের জানান ফ্র্যান্সিস হল্যান্ডের সাথে তার আলোচনা এক্সিল্যান্ট এবং ভেরি ওপেন ডিসকাশন হয়েছে। তবে সেজন্যে আরো অনেক কাজ করতে হবে বলে জানান।
salim932@googlemail.com
21st July 2016, London