আগামী সেপ্টেম্বর মাসে ঝুকিপূর্ণ লাখো ৫০ ও তদুর্ধ বয়সীদের কোভিড নাইন্টিনের ভ্যাকসিন এর তৃতীয় ডোজ বুস্টার টিকা হিসেবে দেয়ার জন্য সরকার পরিকল্পণা করছে। সে লক্ষ্যে সেপ্টেম্বরে এই বুস্টার টিকা দেয়ার জন্যে এনএইচএসকে ক্যাম্পেইন পরিচালনার ব্যবস্থার কথাও জানিয়েছে।
দুএকদিনের মধ্যে পরিকল্পণা চূড়ান্ত হলেই এনএইচএসকে চূড়ান্ত বার্তা দিবে সরকার। যাতে কেয়ার ওয়ার্কার, কেয়ার হোম, সোশ্যাল ওয়ার্কার সহ ঝুকিপূর্ণ ৫০ বছর বয়সীদের তৃতীয় বুস্টার টিকা দেয়ার আহবান জানাবে।
সরকার এবং সাইন্টিফিক এডভাইজররা সহ এনএইচএস চাইছে, দেশ থেকে কোভিড নাইন্টিনের সমূহ আক্রমণ টেকিয়ে জীবন যাত্রা স্বাভাবিক করতে।
হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ এবং চীফ মেডিক্যাল অফিসার প্রফেসর জনাথান ভান-টাম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সরকারের এ উদ্যোগ কার্যকর হলে সেপ্টেম্বর থেকে ২৩ মিলিয়ন ৫০ বছর ও উর্ধ বয়সীদের তৃতীয় বুস্টার টিকা দেয়া হবে। উর্ধতন একটি সূত্র জানিয়েছে, সে লক্ষ্যে ভ্যাকসিন মজুদ করা হচ্ছে-ক্যাম্পেইন সুষ্টুভাবে চালানোর জন্য।