সৈয়দ শাহ সেলিম আহমেদ
ব্যারোনেস সাঈদা ওয়ার্সী গতকাল লন্ডনে বাংলা মিডিয়ার সাথে এক প্রেস ব্রিফিং এ তার সদ্য ঢাকা সফর সম্পর্কে অবহিত করে বলেন, বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে বা কোন পদ্ধতিতে সরকার গঠিত হবে, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার।
সাঈদা ওয়ার্সী আরো বলেন, ব্রিটেন সকল সময়ই একটি ফেয়ার, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আশা করে, যেখানে সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, জনগণ ভয়মুক্ত ভাবে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
ব্যারোনেস ওয়ার্সী আরো বলেন, রাজনৈতিক হিংসা, সহিংসতা বাংলাদেশে প্রায়ই হয়ে থাকে, যা তারা সংবাদ মাধ্যমে অবহিত হয়ে থাকেন। ভায়োল্যান্স তিনিও ঢাকায় আরো দেখেছেন, কিন্তু এবারকার ভায়োল্যান্স অন্য সকল ভায়োল্যান্সের চাইতে অতিমাত্রায় বেশী বলে তার কাছে মনে হয়েছে।
ঢাকা সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, নির্বাচন কমিশন সহ অন্যান্যদের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা সাংবাদিকদের সাথে বিনিময় করেন।