২০০ বছরের ইতিহাসের সেরা প্রভাবশালী নারী মার্গারেট থ্যাচার

২০০ বছরের ইতিহাসের সেরা প্রভাবশালী নারী মার্গারেট থ্যাচার

207

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ  প্রয়াত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ব্রিটেনের এমনকি ২০০ বছরের ইতিহাসের সব চাইতে সেরা ইনফ্লুয়েন্সিয়াল নারী হিসেবে গবেষণার ফলাফলে উঠে এসেছেন। এমনকি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রয়াত পিপলস কুইন ডায়ানা, ম্যারি কুইর, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার থেরেসার মতো মহিয়সীদের পেছনে ফেলে তিনি একেবারে টপকে আছেন।

 

মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটেনের একমাত্র নারী প্রাইম মিনিস্টার, ইতিহাসে যাকে লৌহমানবী হিসেবে অভিহিত করা হয়।

 

স্কটিশ উইডো সারা বিশ্বের খ্যাত নামা নারীদের নিয়ে সার্ভে পরিচালনা করে। সেই সার্ভেতে মার্গারেট থ্যাচার- ডায়ানা শুধু নয়, কুইন ভিক্টোরিয়া, অপেরা উইনফ্রের মতো খ্যাতনামাদেরও পেছনে ফেলে দিয়েছেন। যে সব বয়স্ক সিটিজেন রয়েছেন, তারা এক বাক্যে মার্গারেট থ্যাচারের নাম বলেছেন, এমনকি তরুন তরুনীরাও।

 

তবে অঞ্চল ভেদে এই সার্ভের পার্সেন্টেজের ব্যবধান কিছুটা তারতম্য থাকলেও মার্গারেট থ্যাচারকেই সব অঞ্চল থেকেই আনুপাতিক হারে বেছে নেয়া হয়েছে সার্ভেয়ারদের দ্বারা।

 

এ ব্যাপারে  ব্রিটিশ হিস্টোরিয়ান সুজানা লিপসকম্ব বলেন, যারা ভোট দিয়েছেন, তাদের সকলকেই ডাইরেক্টলি আকর্ষন করেছেন থ্যাচার, স্পেশাল কোন নারী ফ্রেন্ড হিসেবে নয়, বয়স্করা তার দ্বারা সরাসরি আকর্ষিত, আমাদের জীবন মানকে তিনি ব্যাপকভাবে নাড়া দিয়েছেন সন্দেহ নাই, যেমনটি এতো গভীরভাবে অন্যদের দ্বারা সম্ভব হয়নি। থ্যাচার কেবলমাত্র তাই কোন নারী অ্যাঞ্জেল হিসেবে বিবেচিত হননি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন।

 

নীচে স্কটিশ উইডো দ্বারা ১০ জন প্রভাবশালী নারীর নাম দেয়া হলো-

 

Top 10 most influential women

  1. Margaret Thatcher
  2. Marie Curie
  3. Queen Elizabeth II
  4. Diana, Princess of Wales
  5. Emmeline Pankhurst
  6. Mother Teresa
  7. Florence Nightingale
  8. Queen Victoria
  9. Rosa Parks
  10. Oprah Winfrey

 

Salim932@googlemail.com

01 Dec 2015, London

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *