ব্রিটেনের সদ্য নিযুক্ত ফরেন সেক্রেটারি বরিস জনসন তার প্রথম ইউরোপ মিটিং এ অংশগ্রহণের জন্যে লুটন বিমানবন্দর থেকে রাফ জেট যোগে ব্রাসেলস রওয়ানার প্রাক্ষালে প্লেন থেকে নামিয়ে আনা হয়। জরুরী টেকনিক্যাল ত্রুটির কারণে। ফ্লাইটটি জরুরী ল্যান্ডিং করতে বাধ্য হয়। আগুণ ধরে যাওয়ার কারণে। অবশ্য বরিস জনসন এতে আহত হননি।
জানা যায়, বরিস জনসন গতকাল বিকেলে টুইট করেন ব্রাসেল যাচ্ছেন – এবং তিনি তার যাত্রা পথে আছেন। এর পর টুইট করেন টেকনিক্যাল ত্রুটির কারণে প্লেন গ্রাউন্ডেড করা হয়েছে।
সাথে সাথে ৫টি ফায়ার ইঞ্জিন সহ এয়ারপোর্টে জেট ইঞ্জিনের কাছে যায় নিরাপত্তার জন্য।
ফরেন অফিসের মুখপাত্র জানিয়েছেন, বরিস জনসন আহত হননি। মুখপাত্র জানান ফরেন সেক্রেটারি ব্রাসেলসসে মিটিং এ অংশ নিতে গতকাল বিকেলে লুটন এয়ারপোর্টে রাফ বিমানযোগে রওয়ানা হলে টেকনিক্যাল কারণে বিমানটিকে নামিয়ে আনা হয়। লুটন এয়ারপোর্ট ও রাফ কে বরিস জনসন তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্যে ধন্যবাদ জানিয়েছেন।
তবে ফরেন সেক্রেটারি এর কিছু পরে বিকল্প পথে ব্রাসেলস রওয়া হয়েছেন।
salim932@googlemail.com
18th July 2016, London