Home » Featured » লুটন এয়ারপোর্টে বরিস জনসনের প্লেনের ইমার্জেন্সি ল্যান্ডিংঃ অল্পের জন্য রক্ষা

লুটন এয়ারপোর্টে বরিস জনসনের প্লেনের ইমার্জেন্সি ল্যান্ডিংঃ অল্পের জন্য রক্ষা

ব্রিটেনের সদ্য নিযুক্ত ফরেন সেক্রেটারি বরিস জনসন তার প্রথম ইউরোপ মিটিং এ অংশগ্রহণের জন্যে লুটন বিমানবন্দর থেকে রাফ জেট যোগে ব্রাসেলস রওয়ানার প্রাক্ষালে প্লেন থেকে নামিয়ে আনা হয়। জরুরী টেকনিক্যাল ত্রুটির কারণে। ফ্লাইটটি জরুরী ল্যান্ডিং করতে বাধ্য হয়। আগুণ ধরে যাওয়ার কারণে। অবশ্য বরিস জনসন এতে আহত হননি।

 

.

 

জানা যায়,  বরিস জনসন গতকাল বিকেলে  টুইট   করেন ব্রাসেল যাচ্ছেন – এবং তিনি তার যাত্রা পথে আছেন। এর পর টুইট করেন টেকনিক্যাল ত্রুটির কারণে প্লেন গ্রাউন্ডেড করা হয়েছে।

 

সাথে সাথে ৫টি ফায়ার ইঞ্জিন সহ এয়ারপোর্টে জেট ইঞ্জিনের কাছে  যায় নিরাপত্তার জন্য।

Cnlkwzrxyaany7j

 

ফরেন অফিসের মুখপাত্র জানিয়েছেন, বরিস জনসন আহত হননি। মুখপাত্র  জানান ফরেন সেক্রেটারি ব্রাসেলসসে মিটিং এ অংশ নিতে গতকাল বিকেলে লুটন এয়ারপোর্টে রাফ বিমানযোগে রওয়ানা হলে টেকনিক্যাল কারণে বিমানটিকে নামিয়ে আনা হয়। লুটন এয়ারপোর্ট  ও রাফ কে বরিস জনসন তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্যে ধন্যবাদ জানিয়েছেন।

তবে ফরেন সেক্রেটারি এর কিছু পরে বিকল্প পথে ব্রাসেলস রওয়া হয়েছেন।

 

salim932@googlemail.com

18th July 2016, London

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Pinterest
LinkedIn
Share
Instagram
error: Content is protected !!