আজ ব্রিটেন শারম আল শেখ- মিশরীয় হলিডে রিসোর্টে সকল ধরনের ফ্লাইট আসা যাওয়া বাতিল করে দিয়েছে এবং সব ব্রিটিশদের নির্দেশনা দিয়েছে, অতি জরুরী প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া ভ্রমণ না করতে। ব্রিটেন মনে করে রাশিয়ান বিমান কোন বিস্ফোরনের দ্বারা ভূপাতিত করা হয়েছে বলে যথেষ্ট সম্ভাব্য কারণ রয়েছে (“SIGNIFICANT POSSIBILITY” )।
শারম আল শেখ থেকে আসা কিংবা শারম আল শেখে বিমান যাওয়া- সব ধরনের ফ্লাইট বাতিল হেতু শারম আল শেখ রিসোর্টে হলিডে ২০,০০০ ব্রিটিশদের ব্রিটেন জরুরী বিমান পাঠিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবে। তবে হোম সেক্রেটারি ফিলিপ হামন্ড জানিয়েছেন, সেটা শুক্রবারের আগে সম্ভব হবেনা।
উল্লেখ্য ইউএস এবং ইউরোপিয়ান সিকিউরিটি এক্সপার্টরা মনে করছেন, ইসলামিক ষ্ট্যাটের জঙ্গিরা রাশিয়ার বিমান বিস্ফোরন ঘটিয়েছে, যাতে রয়টার্সের সর্বশেষ রিপোর্টে জানা গেছে, ২২৪ জন যাত্রীর কেউই বেঁচে নেই।
Video-3
নারী/নিউজ/ব্রেকিং নিউজ/ব্রিটেন/শারমআলশেখ/এস এস সেলিম আহমেদ/ নভেম্ভর/২০১৫