সৈয়দ শাহ সেলিম আহমেদ– নারী এশিয়ান ম্যাগাজিনের কোরআন ও হাদীসের আলোকে মানব জীবনের চলমান ঘটনাবলী ও সমস্যা সংকুল জীবনের ইসলামী হুকুম আহকামের ব্যাখ্যা সম্বলিত অনুষ্ঠান- আলোকিত জীবনের ষষ্ট অনুষ্ঠান। এ অনুষ্ঠান প্রতি মাসে প্রচারিত হয় ( এবং নারী এশিয়ান টিভি যখন পূর্ণদমে সম্প্রচারে আসবে, তখনি এই অনুষ্ঠান নারী টিভিতে স্থানান্তরিত হয়ে যাবে)।অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন লেখক, আলেমে দ্বীন, রেডিও-টেলিভিশন প্রেজেন্টার মাওলানা আব্দুল কুদ্দুছ।
আজকের অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন, দারুল হাদীস লতিফিয়া লন্ডনের সিনিয়র লেকচারার মোহাদ্দিস মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী। আজকের বিষয় দোয়ার গুরুত্ব ও তাতপর্য নিয়ে- মাওলানা সিদ্দিকুর রহমান কোরআন ও হাদীসের আলোকে সেই সব সমসাময়িক প্রশ্নের জবাব দিয়েছেন।
মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ
মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ১৯৮৭ সালে দারল ক্কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে ছাদিস ১৯৯৪ সালে ইছামতি আলিয়া মাদ্রাসা থেকে কামিল, ১৯৯৭ সালে ইমাম প্রশিক্ষণ কোর্স ও ১৯৯৭ সালে সিলেট এম সি কলেজ থেকে ডিগ্রি কৃতিত্বের সাথে করেন।
তিনি বহু সামাজিক ও ইসলামিক অর্গেনাইজেশনের সাথেও জড়িত। ব্রিটেনে একজন প্রাইভেট টিচার হিসেবে কর্মরত। এছাড়াও লন্ডন থেকে প্রচারিত একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা ১৫০৩ এবং চ্যানেল আই ইউরোপের একজন নিয়মিত প্রেজেন্টার।জকিগঞ্জ ওয়েল ফেয়ার অর্গেনাইজেশন ইউকের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাওলানা সিদ্দিকুর রহমানঃ
একাধারে মুহাদ্দিস, লেকচারার, সেই সাথে ব্রিটেনের জনপ্রিয় একজন রেডিও টেলিভিশনের প্রেজেন্টার, মুখ্য আলোচক, ইসলামিক স্কলার। অন্যদিকে তিনি একজন স্বনামধ্যন্য লেখকও।
মাওলানা সিদ্দিকুর রহমান মুমতাজুল ক্বুরাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন । ১৯৯২-২০০ সাল পর্যন্ত তিনি ঢাকা থেকে প্রকাশিত মাসিক পরওয়ানার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।একই সময়ে তিনি ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দারুল ক্বিরাত মাসজিদে লতিফিয়া ফুলতলী সাহেব(কেন্দ্রীয় ফুলতলী সাহেব বাড়ী) একজন সিনিয়র টিচার হিসেবে কর্মরত ছিলেন।
লাখো সালাম কদম( ইসলামিক কবিতা) গ্রন্থের প্রণেতা, যা ১৯৯৮ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। এছাড়াও ইতোমধ্যে ২০০রও অধিক আর্টিকল প্রকাশিত হয়েছে ।
তিনি লন্ডনের বাংলা টিভি, ভেকটন বাংলা টিভিতে দীর্ঘদিন মুখ্য আলোচক হিসেবে কাজ করেছেন। বাংলা টিভির মাসয়ালা মাসায়েল, ছাড়াও সিরাতুল মুসতাকিম, মহানবীর চিকিৎসা বিধান- ইত্যাদি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের সফল সঞ্চালক এর প্রাণ ছিলেন।
এছাড়াও তিনি ইসলামিক রিসার্চ ও দাওয়া কাউন্সিল ইউকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।